
স্বাধীনতার ৭৫: কাছাড় কলেজে আলোচনাচক্র
শিলচর, ১২ মার্চ- আগামী বছরই পূর্ণ হচ্ছে স্বাধীনতার পঁচাত্তর বছর। এই মাইলফলক সামনে রেখে কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে পঁচাত্তর সপ্তাহব্যাপী উদযাপন। আজ ছিল এর দেশব্যাপী উদ্বোধন। ‘আজাদিকা অম্রুত মহোৎসব’ নামে এই উৎসবের শুরু হয়েছে ডান্ডি যাত্রার ঐতিহাসিক দিনকে স্মরণ করে।
আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগের পরিকল্পনামাফিক স্বাধীনতার পঁচাত্তরকে মনে রেখে আজ কাছাড় কলেজে অনুষ্ঠিত হয় এক আমন্ত্রিত বক্তৃতা। ‘অন ফ্রিডম স্ট্রাগল ইন ইন্ডিয়া’ শিরোনামে এই বিশেষ বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট গবেষক ও লেখক সঞ্জীব দেবলস্কর।
অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথের পৌরোহিত্যে আয়োজিত সভায় সঞ্জীববাবু ভারতের স্বাধীনতা আন্দোলনে সুরমা-বরাক উপত্যকার অনালোকিত অধ্যায় পরতে পরতে উন্মোচন করেন।
পুষ্পলতা সিংহের সুনিপুণ সঞ্চালনায় বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন হেমন্ত কুমার বরা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের ‘মিলেছি আজ মায়ের ডাকে’ গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করেন পারমিতা দাস।
সিপাই বিদ্রোহ থেকে খিলাফত আন্দোলন- এই দীর্ঘ সময়ে সিলেট-কাছাড় অঞ্চলে স্বাধীনতা সংগ্রামীদের অশ্রুত কথা শোনান সঞ্জীববাবু তাঁর ভাষণে।
Comments are closed.