Also read in

শিলচর সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রের হাতে খুন ঐ স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্র

আজ‌ এক মর্মান্তিক ঘটনায় স্কুলের বন্ধু তথা প্রতিবেশীর সাথে একটি নিরপরাধ লড়াইয়ের পরে ১৩ বছর বয়সী একজন তার জীবন হারিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শিলচরের কালীবাড়ি চর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিলচরের ভুঁইয়ার গদি রোডে দুই বালক শারীরিক সংঘর্ষে লিপ্ত হয়। ঐ দুই ছেলে হলো সরকারি বালক বিদ্যালয় (গভর্নমেন্ট বয়েস হায়ার সেকেন্ডারি স্কুল) এর ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্র রাজ দাস এবং একই স্কুলের ১৬ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্র বিহান দাস, যে জিতু নামে পরিচিত।

রাজ দাসের মা জানান, গতকাল রাত ৮টা নাগাদ প্রতিবেশীরা তার ছেলের ওপর হামলার খবর পান। “আমি ছুটে গিয়েছিলাম তবে ততক্ষণে লড়াই শেষ হয়েছে , আমার ছেলের মাথা এবং ঠোঁট ফুলে গিয়েছিল। আমি হলুদ দিয়ে ক্ষতগুলির চিকিৎসা করেছি এবং ভেবেছিলাম ঝগড়াঝাঁটি শেষ হয়ে গেছে। আমরা ঘুমিয়েছিলাম এবং আজ সকালে আমি আমার ছেলেকে স্কুলে যেতে বারন‌ করি কারণ আশঙ্কা করছিলাম সে আবার হামলার শিকার হতে পারে। সকালে সে স্কুলে যায়নি এবং আমি কাজে চলে যাই।”

মা আরও বলেন, দুপুর ১২টা নাগাদ আমাকে জানানো হয় যে আমার ছেলের ওপর আবার হামলা হয়েছে। এখন সেই ছেলে আর নেই।

রাজ দাসকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, রাজ দাসকে ছাতার ডগা দিয়ে আঘাত করা হয়েছিল যা তার শরীরের একাধিক জায়গায় চামড়া ও মাংস ভেদ করে ঢুকে গিয়েছিল। তার মাথায়ও গুরুতর জখম রয়েছে। আঘাত গুরুতর ছিল তাই সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজ।

শিলচর সদর থানা পুলিশ তদন্ত শুরু করে বিহান দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা এই পর্যায়ে মন্তব্য করতে রাজি হননি, তবে পুলিশ সূত্র জানিয়েছে যে, তারা হত্যার সাথে জড়িত থাকতে পারে এমন আরও একজনের খোঁজ করছে।

Comments are closed.