Also read in

আজকের দিনে এখন পর্যন্ত বরাকের আরো ৯ জন কোভিড আক্রান্ত, এর মধ্যে রয়েছেন সনু সুদ এর ব্যবস্থাপনায় বিমানে আসা দুই যাত্রীও

আজ বৃহস্পতিবার বরাক উপত্যকার আরো নয় জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়লো ; কাছাড় জেলার চারজন করিমগঞ্জের পাঁচ। এর মধ্যে দুজন সনু সুদ এর চার্টার্ড বিমানে মুম্বাই থেকে এসেছিলেন।

বিমানে মুম্বাই থেকে আসা দুজন হলেন ২১ বছর বয়স্ক আয়াত হোসেন এবং একই বয়সের জুবেইর আহমেদ। এরা দু’জনই কাছাড় জেলার দুধপাতিল এলাকার বাসিন্দা এবং শংকরী হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ।

কাছাড় জেলার অপর দুই আক্রান্ত হলেন ছোটজালেঙ্গা এলাকার ৩১ বছরের মহিলা পিংকি রানা ও শিলচর শহর সংলগ্ন সোনাই রোড, নাগাটিলা এলাকার বিআরটিএফ ক্যাম্পের ৩৯ বছর বয়সের সিরভান কুমার। এদের দুজনের যথাক্রমে মধ্যপ্রদেশ এবং চন্ডীগড় থেকে আসার ভ্রমণ বৃত্তান্ত রয়েছে।

করিমগঞ্জ জেলার আক্রান্ত ব্যক্তিরা হলেন, বেঙ্গালুরু থেকে আসা
সোলেমান এলাকার ২৭ বছরের যুবক আলি রাজা; করিমগঞ্জ গান্ধীনগর এলাকার ২১ বছরের যুবক রাহুল নমঃশূদ্র; দিল্লি থেকে আসা ফকির বাজার, করিমগঞ্জের ২০ বছরের যুবক দিলওয়ার হোসেন; শেরুলবাগ, করিমগঞ্জের ১৯ বছরের আবুস আহমেদ; করিমগঞ্জ পাথারকান্দি এলাকার ২১ বছরের যুবক আলতাফ হোসেন।

এদের সবার সোয়াব স্যাম্পল টেস্ট করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে, রাত আটটায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের কোভিড আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩১৯, এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪৩২, সক্রিয় রোগী রয়েছেন ১৮৭৮, মারা গেছেন ৬ জন এবং তিনজন অন্যত্র চলে গেছেন।

Comments are closed.