কোভিড আক্রান্ত দেড় মাসের শিশুর মৃত্যু শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে
শনিবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি দেড় মাসের শিশুর মৃত্যু হয়েছে যার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, শিশুটির মৃত্যু সেপটিসেমিয়ায় হয়েছে, করোনায় নয়।
হাসপাতালের তরফে ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, কালাইনের জালালপুর এলাকার বাসিন্দা দম্পতি সম্প্রতি তাদের দেড় মাসের শিশুকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি মূলত সেপটিসেমিয়ায় ভুগছিল তবে চিকিৎসার আগে কোভিড পরীক্ষায় সে পজিটিভ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে যেহেতু শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল তাঁর শেষকৃত্য কোভিড প্রটোকলেই হবে বলে জানানো হয়েছে।
হাসপাতালে এখন পর্যন্ত মোট ১২৭৩৭৬টি আরটিপিসিআর পরীক্ষা হয়েছে, এতে ৫৭২৮ জন ব্যক্তি পজিটিভ হয়েছেন। রবিবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন আক্রান্ত ব্যক্তি ভর্তি হয়েছেন এবং দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
একসময় হাসপাতালে তিনশোর বেশি কোভিড আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন। অন্যান্য পরিষেবা প্রায় বন্ধ হয়ে গেছিল। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছিলেন। দুই দিনের শিশু থেকে শুরু করে ৯১ বছরের মহিলা চিকিৎসার জন্য এসেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরবর্তীতে প্লাজমা সংগ্রহ সেন্টার খোলা হয়, যেখানে সুস্থ হওয়া ব্যক্তিরা স্বেচ্ছায় প্লাজমা দিয়ে অন্য রোগীদের সাহায্য করেছেন। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আক্রান্তের সংখ্যা অনেক কম, তার থেকেও কম মৃতের সংখ্যা। এমনও সময় কেটেছে যখন হাসপাতালে মর্গে কোভিড রোগীদের মৃতদেহ রাখার জায়গা ছিল না। তবে এখন পরিস্থিতি তেমনটা নয়। শীতের মরশুমে অনেকেই বলছেন আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে দুর্গোৎসবের পরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়েনি, একইভাবে হয়তো শীতের মরশুম কাটিয়ে আগামী বছর স্বাভাবিক জীবনে ফিরবে কাছাড় জেলা।
Comments are closed.