Also read in

বয়সের ভার উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রদান ৯৫ বছরের গিরীন্দ্র দাসের

যখন কম বয়সের অনেকের মধ্যে ভোট নিয়ে অনীহা দেখা যায়, তখন ৯৫ বছর বয়স্ক গিরীন্দ্র দাস জীবনের শেষ প্রান্তে এসেও ভোটকে কেন্দ্র করে আশায় বুক বাঁধেন। নির্বাচনে ভোট প্রদান করা নিজের কর্তব্য বলে মনে করেন। তাই ধৈর্যের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হলেও শেষ পর্যন্ত পছন্দের প্রার্থীকে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচনের লক্ষ্যে নিজের ভোটাধিকার প্রদান করেন। দুধপাতিল এলাকার বাসিন্দা গিরীন্দ্র দাস কৃষি কাজ করে নিজের জীবিকা অর্জন করতেন। তার ভাই কামাখ্যা দাস পেশায় শিক্ষকতা করেন। তার এক ছেলে অলক মারা যাওয়ায় বর্তমানে রূপক দীপক এবং তিলকের সঙ্গে তিনি রয়েছেন।

আজকের পঞ্চায়েত ভোটে আসামের গ্রাম এলাকায় ব্যাপক ভোট পড়েছে। উল্লেখ্য, রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত ১০ জেলার মধ্যে বরাকের তিন জেলা, নিম্ন অসমের ছয়টি জেলা এবং মধ্য অসমের একটি জেলায় আজ দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৫০৫৬ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ করেছেন এই ১০ টি জেলার জনগণ। তার মধ্যে ১৬৯ টি জেলা পরিষদ কেন্দ্রে প্রার্থী হিসেবে রয়েছেন ৭১৬ জন। ৮৯৫ টি গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৫১২ জন। ৮৯৫টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য নির্বাচনে লড়ছেন ৩২০৫ জন। তাছাড়া ৮৯৫০ টি গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন ২৭,৬২৩ জন।

Comments are closed.