Also read in

হাইলাকান্দির ৯৮% বাঙালি বহিরাগত, রিপোর্টটি ভুলঃ স্বীকার করলেন যুগ্ম সচিব সমীর খারে

হাইলাকান্দির বাঙালিরা বহিরাগত ইস্যুতে বিধায়ক আনোয়ার হোসেন লস্করের প্রতিবাদে শেষ পর্যন্ত ত্রুটি স্বীকার করে রিপোর্ট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের ইকনোমিক এফেয়ারর্স বিভাগের যুগ্ম সচিব সমীর খারে।

হাইলাকান্দির আটানব্বই শতাংশ বাঙ্গালিই অভিবাসী বলে রিপোর্ট দিয়েছিলেন যুগ্ম সচিব সমীর খারে। আর এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে নিতি আয়োগের দ্বারস্থ হয়েছিলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।। বিধায়কের প্রতিবাদে বুধবার দিল্লি থেকে হাইলাকান্দি ছুটে আসেন আই এ এস আধিকারিক সমীর খারে।

হাইলাকান্দি আবর্ত ভবনে জেলা উপায়ুক্ত আদিল খানের উপস্থিতিতে বিধায়ক আনোয়ার হোসেন লস্করের সাথে কেন্দ্রীয় আধিকারিক সমীর খারের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমীর খারে হাইলাকান্দির আটানব্বই শতাংশ বাঙালি অভিবাসী বলে দেওয়া তার রিপোর্টটি ভুল বলে স্বীকার করে এরজন্য গভীর দুঃখ প্রকাশ করেন বিধায়কের কাছে।। রিপোর্টটি তিনি প্রত্যাহার করে নেবেন বলেও বিধায়ককে আশ্বাস দেন সমীর খারে।

Comments are closed.