এনআরসির দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো সর্বোচ্চ আদালত
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এনআরসির দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রসারিত করেছে। বর্তমানে প্রক্রিয়াটি আসামে চলছে।
দ্বিতীয়বারের জন্য সর্বোচ্চ আদালত দাবি ও আপত্তি দাখিলের মেয়াদ বৃদ্ধি করলো। এর আগে, সময়সীমা ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয় এবং এখন তা আবার বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করা হলো।
আসাম সরকার আসামের বিভিন্ন সংগঠন ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়সীমা বাড়ানোর জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানায়।
ভেরিফিকেশন প্রক্রিয়া ১/২/১৯ এর পরিবর্তে ১৫/২/১৯ থেকে শুরু হবে এবং এখন থেকে জেলা সদর স্থিত এনআরসি কার্যালয় থেকেও আপত্তি দাখিল করা যাবে।
তাছাড়া, লিগ্যাসি হোল্ডারের সাথে লিঙ্কেজ প্রমাণ করার জন্য তালিকা ‘বি’তে থাকা নথিগুলির নির্দিষ্ট সময়সীমা সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে এটি ছিল ৩১/৮/১৫।
আসামে নাগরিকপঞ্জির তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য দাবি ও আপত্তি দাখিলের প্রক্রিয়া সেপ্টেম্বর মাসে শুরু হয়। দাবী ও আপত্তি ৪০ লাখ লোকের ভাগ্য নির্ধারণ করবে, যাদের নাম চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
যারা এখনো ফর্ম জমা দেয়নি, তাঁদের অবশ্যই যে কোনোভাবে নিকটবর্তী এনআরসি সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম জমা দিতে হবে। শিলচরের কিছু সংগঠন মানুষকে নির্দিষ্ট সময়সীমার আগে ফর্ম জমা দিতে সাহায্য করছে। তারা হাতে প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও সাদা কাগজ নিজ স্বাক্ষরিত দাবির ফর্ম জমা দেওয়ার আবেদন করছেন। যারা ফর্ম জমা দেবে না তাঁদের বিদেশী হিসেবে চিহ্নিত করা হবে এবং যারা দাবি জমা দিবে তারা ভবিষ্যতে সেই দাবির ভিত্তিতে আইনী লড়াই করার সুযোগ পাবে।
Comments are closed.