পঞ্চায়েতের ভোট গণনা : শম্বুক গতিতে শেষ হলো আজ ভোরে
কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের ম্যারাথন গণনা শেষ হল আজ ভোরে। ঘোষিত ফলাফল অনুযায়ী জেলা পরিষদ ২৭টি আসনের মধ্যে বিজেপি ১৬টি, কংগ্রেস ১১টি আসনে জয়ী হয়েছে।
১৬২টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি দলের দুই জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঘোষিত ১৬০ টি আসনের মধ্যে বিজেপি ৮৯টি, কংগ্রেস ৬১টি এবং নির্দল প্রার্থীরা ১০টি আসনে জয়ী হয়েছে।
১৬২টি গাঁও পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি ৮৫টি, কংগ্রেস ৬১টি, এজিপি ১টি, এআইইউডিএফ ১টি এবং নির্দল প্রার্থীরা ১৪টি আসনে জয়ী হয়েছেন।
গাঁও পঞ্চায়েত সদস্য পদের সর্বমোট ১৫৭১ আসনের মধ্যে ১৫৬২টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে বিজেপি ৬৯০টি, কংগ্রেস ৫৬৪টি, এজিপি ১৪টি, এআইইউডিএফ ১৮টি এবং নির্দল প্রার্থীরা ২৭৪টি আসনে জয়ী হয়েছেন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বিজেপি দলের ২৮জন, কংগ্রেস দলের ১৩জন ও নির্দলীয় ৩জন। পাঁচটি গ্রুপ মেম্বার সদস্য পদের জন্য মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।
জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিতরা হলেন,
পশ্চিম শিলচর: রামকৃষ্ণ সিনহা (বিজেপি)
পূর্ব শিলচর: রানী রবি দাস (কংগ্রেস)
পূর্ব ধলাই: স্বপন কুমার দাস (বিজেপি)
দক্ষিণ ধলাই: কামরুল ইসলাম লস্কর (কংগ্রেস)
পশ্চিম ধলাই: লক্ষ্মীরাণী যাদব (বিজেপি)
মধ্য ধলাই: শশাঙ্ক চন্দ্র পাল (বিজেপি)
পশ্চিম সোনাই: মানব সিং (বিজেপি)
মধ্য সোনাই: শেলী বেগম লস্কর (কংগ্রেস)
পূর্ব সোনাই: আছবেনা বেগম বরভূইয়া (কংগ্রেস)
উত্তর সোনাই: মুসলিমা বেগম লস্কর (কংগ্রেস)
পূর্ব লক্ষ্মীপুর: অনিতা দেবি (বিজেপি)
দক্ষিণ লক্ষ্মীপুর: শিপ্রা পান্ডে (বিজেপি)
পশ্চিম লক্ষীপুর: আব্দুল করিম চৌধুরী (কংগ্রেস)
পূর্ব আলগাপুর: অমিতাভ রায় (বিজেপি)
দক্ষিণ উধারবন্দ: বেলিয়াড়া বেগম (কংগ্রেস)
উত্তর উধারবন্দ: ধনঞ্জয় তেলি (বিজেপি)
পশ্চিম উধারবন্দ: প্রবল চন্দ (বিজেপি)
পূর্ব উধারবন্দ: বিজয়েতা মাহাতো (বিজেপি)
পূর্ব কাটিগড়া: নিলোফা খানম বড়ভূঁইয়া বর্ভূঞা (কংগ্রেস)
উত্তর কাটিগড়া: তিলক চান্দ দাস (কংগ্রেস)
দক্ষিণ কাটিগড়া: অসীম দত্ত (বিজেপি)
পশ্চিম কাটিগড়া: লাভলী চক্রবর্তী (বিজেপি)
পশ্চিম বড়খলা: নাজমা বেগম লস্কর (কংগ্রেস)
পূর্ব বড়খলা: গিতন নাথ (বিজেপি)
উত্তর বড়খলা: তাপসী দাস (বিজেপি)
Comments are closed.