Also read in

ছাপ্পা ভোট: অবশেষে হাইলাকান্দির একটি কেন্দ্রে শনিবার পুনরায় ভোট !

 

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার সময় হাইলাকান্দির ঘাড়মুড়া জামিরা,জেলা পরিষদ আসনের ৫২ নম্বর পোলিং স্টেশনের শ্যামপুর এম ই ইনস্টিটিউট কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ উঠায় শেষ পর্যন্ত ওই কেন্দ্রে পুনর্ভোটের নির্দেশ দিল নির্বাচন কমিশন ।। জেলার এগারোটি জেলা পরিষদের আসনের মধ্যে দশটির ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হলেও ঘাড়মুড়া,জামিরা আসনের ফলাফল স্থগিত রাখে জেলা প্রশাসন ।। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুর্নভোটের নির্দেশ দেয় বলে জানা গেছে।।

হাইলাকান্দি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শ্যামপুর এম ই ইনস্টিটিউট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এজন্য জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোট গণনার সময় এই ভোটকেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী জীবন্ত রিয়াং। ওই কেন্দ্রের ভোটের বাক্সটির সিলও ভাঙ্গা ছিল। তাছাড়া বাক্সের ভেতর একসাথে বাণ্ডিল আকারে ব্যালট পেপার পাওয়া গিয়েছিল।।।

এদিকে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে এই কেন্দ্রের ভোট গণনার ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয় । এরপর হাইলাকান্দির ডিসি আদিল খান বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টিগোচর করেন। শুক্রবার দিসপুর থেকে পুনর্ভোটের নির্দেশ আসায় গণনা বন্ধ থাকা জামিরা ঘাড়মুড়া জেলাপরিষদের শ্যামপুর এম ই ইনটিটিউট ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্ভোট নেওয়া হচ্ছে। জামিরা ঘাড়মুড়া জেলাপরিষদের দাড়িয়ারঘাট কারিছড়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১০৬১ জন । এই জেলাপরিষদ কেন্দ্রে প্রধান তিন রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন যথাক্রমে এ আই ইউ ডি এফ-র সালেহ আহমেদ মজুমদার, বিজেপির জীবন্ত রিয়াং এবং কংগ্রেসের মুক্তাদির হুসেন লস্কর। অন্যান্যরা হলেন নির্দল প্রার্থী । এদিকে পুনর্ভোটের নির্দেশ আসার সাথে সাথেই হাইলাকান্দি জেলাপ্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। গোটা গ্রামে প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।

কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর জানান, এক কেন্দ্রের পুনর্ভোটে কিছু যায় আসে না । কেননা এই কেন্দ্রের গণনা বন্ধ হওয়ার সময় পর্যন্ত এ আই ইউ ডি এফ প্রার্থী সালেহ আহমেদ মজুমদার প্রায় তিন হাজার একশো ভোটে এগিয়েছিলেন । এই কেন্দ্রের ভোটগ্রহণের ফলে তাদের জয়ের ক্ষেত্রে প্রাপ্তভোটের পরিমান আরও বাড়বে বলে দাবি করেন বিধায়ক লস্কর।

এদিকে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে কোথাও পুনর্ভোট আর কোথাও পুনর্গণনার দাবি জানিয়ে হাইলাকান্দির উপায়ুক্তের কার্যালয়ে প্রায় দুই শতাধিক আবেদন পত্র জমা পড়েছে বলে জানা গেছে।

Comments are closed.