পৌর এলাকার স্বচ্ছতা বজায় রাখা এবং স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে বিজ্ঞপ্তি জারি করলেন নীহারেন্দ্র নারায়ণ
পৌরসভা রুটিন মাফিক আবার বিজ্ঞপ্তি জারি করল, কাজের কাজ কতটুকু হয়, তাই এখন দেখার বিষয়। পৌরসভার এক বিজ্ঞপ্তিতে ২০০৫ ইংরেজির বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কাছাড়ের জেলাধিপতি তথা জেলা বিপর্যয় মোকাবিলা সংগঠনের সভাপতির নির্দেশানুসারে শিলচরের নাগরিকবৃন্দকে নিম্নোক্ত বিষয়গুলো মানিয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে ।
অনুরোধ জানানোর বিষয়গুলো হচ্ছে,
শিলচর শহরের বিভিন্ন বাজারে এবং অন্যত্র থাকা প্রত্যেক দোকান মালিক, রাস্তার পার্শ্ববর্তী বিক্রেতা, রেস্তোরাঁর মালিক, চায়ের দোকানের মালিক, মিষ্টির দোকানের মালিক/ পরিচালককে দোকান বা প্রতিষ্ঠানে আবর্জনা ফেলার পাত্র রাখা বাধ্যতামূলক।
শিলচর শহরে রাস্তা/ গলি, রাস্তার পাশে বা ফুটপাতে গৃহ তৈরির সরঞ্জাম যথা ইট, বালি, পাথর, মাটি প্রভৃতি রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শিলচর শহরের সর্বত্র প্লাস্টিক ব্যাগ বা থার্মোকল ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।
শিলচর শহরের নালা, নর্দমা, খালে বা রাস্তায় আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে শহরের রাস্তায় বা গলিপথে বা বাজারে গরু বিচরণ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শিলচর শহরে রাস্তা, গলি রাস্তা, ফুটপাত ও বাজার এলাকায় থাকা জবরদখল অনতিবিলম্বে সরিয়ে নিতে হবে।
শিলচর ফাটকবাজার এলাকায় বেআইনিভাবে ব্যবসায় রত ব্যবসায়ীগণ অনতিবিলম্বে তাদের ব্যবসা বন্ধ করতে হবে।
শিলচর ফাটকবাজার এলাকায় সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কোন ধরনের লরি দাঁড় করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
এই সব নিষেধাজ্ঞা অমান্য করলে ২০০৫ ইংরেজির দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ ধারা প্রয়োগ করে শাস্তির বিধান করা হবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শিলচর পৌরসভার সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর।
এই ধরনের বিজ্ঞপ্তি অনেকবারই প্রকাশিত হয়েছে, দেখা যাক এবার কিছু হয় কিনা।
Comments are closed.