জেলা পরিষদের চেয়ারপার্সন পদে বসছেন বিধায়ক সুজাম উদ্দিনপত্নী ফরহানা বেগম!
হাইলাকান্দি জেলা পরিষদে এআইইউডিএফ এর রাজ। পঞ্চায়েত নির্বাচনের শেষে এ নিয়েই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। কে বসছেন জেলা পরিষদের চেয়ারপার্সনের কুর্সিতে —এনিয়েই চলছে এখন সর্বত্র জল্পনা কল্পনা।।
সাধারণ মহিলার জন্য সংরক্ষিত ওই পদে প্রাথমিকভাবে জেলা পরিষদ দখলের অন্যতম সেনানী কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের পত্নী ফরহানা বেগম লস্করের নাম উঠে এসেছে। রংপুর রামচণ্ডী জেলা পরিষদ আসন থেকে দ্বিতীয় বারের মতো হাইলাকান্দি জেলা পরিষদে প্রতিনিধিত্ব করছেন তিনি।এবার জেলার মধ্যে রেকর্ড ভোটেও জিতেছেন তিনি। এছাড়া এআইইউডিএফ’র যে পাঁচ সদস্য নির্বাচিত হয়েছেন এরমধ্যে দু’জন কাটলিছড়া বিধানসভা এলাকার। সরকারিভাবে ঘোষণা না হলেও জয় নিশ্চিত ঘাড়মুড়া জামিরা জেলা পরিষদ আসনে দলের প্রার্থী সালে আহমেদ মজুমদারের ও কাটলিছড়া বিধানসভা এলাকার।
অন্যদিকে ছয় সদস্যের মধ্যে ফরহানা বেগম লস্কর ছাড়া অন্য মহিলা হলেন রাঙ্গাউটি নিতাইনগর থেকে বিজয়ী ফরহানা বেগম চৌধুরী । তিনি কংগ্রেসের টিকিট বঞ্চিত হয়ে এআইইউডিএফ এ যোগদান করে দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ী হন। তাঁকে দলে এনে টিকিট দেওয়ার মূল কারিগর ছিলেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। ফলে স্বাভাবিকভাবেই ফরহানা বেগমের চেয়ারপার্সন হওয়া শুধুই সময়ের অপেক্ষা ।
তবে অন্যদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রাথমিকভাবে নাম চর্চায় এসেছে আলগাপুর মোহনপুর জেলা পরিষদ আসনে জয়ী নুরুল ইসলাম লস্কর ও আয়নাখাল নিশ্চিন্তপুর আসন থেকে জয়ী সইদুল ইসলামের নাম।। ওই দু’জন যথাক্রমে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী ও বিধায়ক আনোয়ার হোসেন লস্করের নির্বাচনী এলাকার জেলা পরিষদ থেকে বিজয়ী হয়েছেন।। এদিকে দলীয় একটি সূত্রে জানা গেছে, সাংসদ রাধেশ্যাম বিশ্বাস আজ হাইলাকান্দি সফরে এসে জেলা পরিষদের চেয়ারপার্সন নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা করে গেছেন।
এদিকে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর জানান, ঐক্যমতের ভিত্তিতেই জেলা পরিষদের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে।। এরজন্য আগামী রবিবার গুয়াহাটিতে দলীয় হাইকমাণ্ড এক জরুরি বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা হবে। বৈঠকে সাংসদ সহ হাইলাকান্দির তিন বিধায়ক ও দলের নবনির্বাচিত জেড পি সদস্যরা অংশ নেবেন। আর সেখানেই ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সুপ্রিমো বদরুদ্দিন আজমল।
Comments are closed.