Also read in

প্রশাসনিক ত্রুটি! পরীক্ষায় বসতে পারলনা আসম বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র

পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করার পরও ইন্টারন‍্যালের ফল না মেলার অজুহাতে পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অদ্ভুত ঘটনা ঘটলো আসাম বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, ‘সিস্টেম এরর’ অর্থাৎ কারিগরি ত্রুটির জন্য ছাত্রদের পরীক্ষায় বসার এডমিট কার্ড ভুল করে এসে গিয়েছিলো, সুতরাং তাদের সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়ার প্রশ্নই আসে না।

পরীক্ষায় বসতে বাধা দেওয়ায় শনিবার উত্তাল হয়ে উঠে আসাম বিশ্ববিদ্যালয়। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই তুঘলকি কাণ্ডের প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা স্কুল অফ টেকনোলজির গেটে ধর্নায় বসলে কর্তৃপক্ষ আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।

শনিবার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক নোটিশ জারি করে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন স্কুল অফ টেকনোলজির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। তবে ১৯ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় ঘোষণা করেছেন।

বিভাগীয় কর্তৃপক্ষের এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!