"নরেন্দ্র মোদিকে অসভ্যের মত গালাগাল করছেন রাহুল গান্ধী", রাফায়েল নিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সোচ্চার বিজেপি
রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে জেলা উপায়ুক্তের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠাল কাছাড় জেলা বিজেপি । সমগ্র দেশের সাথে বুধবার শিলচরেও বিজেপি দলের নেতা কর্মীরা রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় নিয়ে বিরোধী দলের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল করে জেলা উপায়ুক্তের কার্যালয়ে যান।
প্রদত্ত স্মারকপত্রে জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে নীতি নির্দেশিকা মেনে রাফায়েল যুদ্ধ বিমান কেনা হয়েছে সেখানে এনিয়ে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা ছাড়া আর কিছুই নয়।। স্মারকপত্রে আরও বলা হয়েছে, সুপ্রিমকোর্ট এ সংক্রান্ত রায় দিতে গিয়ে বলেছে যে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়কে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে আদালতে টেনে আনা ঠিক নয়। আদালত তার রায়ে আরও বলেছে যে, যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারটি সন্তোষজনক এবং এতে সন্দেহের কোনও অবকাশ নেই।
স্মারকপত্র প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ বলেন, “সুপ্রিম কোর্ট ক্লিনচিট দেওয়ার পরও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক সর্ব ভারতীয় দলের প্রধান হয়েও যেভাবে নরেন্দ্র মোদিকে অসভ্যের মত চোর বলে গালাগাল করছেন, সেটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এই ব্যাপারে সমগ্র দেশব্যাপী বিজেপি দল প্রতিবাদ কর্মসূচি পালন করছে। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে ভাষায় গালাগাল করছেন, সবসময়ই বলা হচ্ছে ৩০ হাজার কোটি টাকা অনিল আম্বানির পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার । আমরা আশা করছি রাষ্ট্রপতি এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং কংগ্রেসের কুকীর্তির কথা জনগণও বুঝতে পারবেন।”
হাইলাকান্দিতেও জেলা বিজেপির এক প্রতিনিধিদল জেলাশাসক আদিল খানের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। এদিন জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ সহ অন্যরা অভিযোগ করে বলেন, রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করা নিয়ে কংগ্রেসের সভাপতি এবং সাংসদ রাহুল গান্ধী অযৌক্তিকভাবে দেশের মানুষের কাছে ভুল তথ্য তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছেন। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য তিনি যুদ্ধবিমান ক্রয়ের মত একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মানুষকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন।।
তাছাড়া এদিন বিজেপি কর্মকর্তারা জেলাবিজেপি কার্যালয় থেকে মিছিল করে গিয়ে জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন । স্মারকপত্র দেওয়ার সময় জেলা বিজেপি সভাপতির সঙ্গে অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক বিভাস সিংহ, প্রদীপ দেব, গৌতম গুপ্ত প্রমুখ উপস্তিত ছিলেন।
Comments are closed.