আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপিত হচ্ছে হাফলঙে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
হাফলং সহ সমস্ত ডিমা হাসাও জেলার উন্নয়নের বার্তা দিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, খুব শিগগিরই হাফলঙে আসাম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন করা হবে। এই পার্বত্য জেলার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, কার্বি আংলং জেলার ডিফুতে বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে। হাফলঙের এই নতুন ক্যাম্পাস স্থাপন করা হলে এটি আসাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে পরিগণিত হবে।
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, উমরাংশুতে নির্মীয়মান ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদনক্ষম কপিলী জলবিদ্যুৎ প্রকল্পের কাজও ত্বরান্বিত করা হবে। তাছাড়া উমরাংশুতে একটি এসিএস অ্যাকাডেমী ও স্থাপন করা হবে। রাজ্যের ১৯টি জেলার সাথে ডিমা হাসাও জেলাতেও স্থাপন করা হবে হার্ট কেয়ার সেন্টার।
মুখ্যমন্ত্রীর হাফলং ভ্রমণের সঙ্গী হিসেবে ছিলেন পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সুনরং হাং , রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস, এবং বিজেপি দলের মুখপাত্র তথা ডিমা হাসাও বিজেপির অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ। হাফলঙের লালফিল্ডে অনুষ্ঠিত এই কর্মী সভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য জেলাগুলিতে প্রগতির ছোঁয়া এসেছে। সভায় পার্বত্য পরিষদের সিইএম দেবলাল গার্লোসাও বক্তব্য রাখেন।
Comments are closed.