Also read in

ফেব্রুয়ারিতে শিলচর থেকে বিমান সেবা চালু করছে ইন্ডিগো

বরাক উপত্যকার বিমান যাত্রীদের জন্য সুসংবাদ বয়ে আনছে আন্তর্জাতিক বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স, শিলচর থেকে তাদের বিমান সেবা শুরু হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ইন্ডিগো তাদের বিমান পরিষেবা মানচিত্রে শিলচর-গুয়াহাটি এবং শিলচর-কলকাতা যাত্রাপথকে অন্তর্ভুক্ত করতে চলেছে।

“সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে ইন্ডিগোর শিলচর আসার ব্যাপারটা জানানো হয়েছে এবং সরকারিভাবে ঘোষণা আগামী সপ্তাহে হতে পারে”, উত্তর-পূর্বাঞ্চলের বিমান পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট কর্মকর্তা আমাদের জানালেন।

উল্লেখ্য জেট এয়ারওয়েজ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, আগামী ফেব্রুয়ারি থেকে ওই সংস্থা তাদের শিলচরের বিমান পরিষেবা গুটিয়ে নিচ্ছে।

শিলচরের এক ট্রাভেল এজেন্সির কর্ণধার আমাদের জানিয়েছেন, “শিলচর -গুয়াহাটি এবং শিলচর- কলকাতা বিমান পরিষেবার টিকিট পাওয়া যাবে খুব শিগগিরই। শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারির ৯ তারিখ প্রথম এখানে ইন্ডিগো বিমান অবতরণ করছে।”

বিমান পরিষেবায় মন্দার বাজারে ইন্ডিগোই একমাত্র সংস্থা যার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। ইন্ডিগোর এই আগমনে টিকিটের দামেও কিছু প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিগো সবসময়ই তাদের বিমানের টিকিটের হার নিম্ন স্তরে রেখে থাকে।

Comments are closed.