Also read in

হাইলাকান্দিতে ট্র‍্যাভেলারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী লক্ষিরবন্দ বাইপাস এলাকায় শনিবার দুপুরে একটি মোটর বাইকের সঙ্গে যাত্রীবাহী ট্র‍্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে পনেরো জন যাত্রী জখম হয়েছেন।

শিলচর থেকে রামকৃষ্ণনগরগামী জয় ঠাকুরবানী নামের একটি যাত্রীবাহী ট্র‍্যাভেলারের সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি ছিটকে পাশের ধান ক্ষেতের মাঠে পড়ে। এতে মোটর বাইক চালক সহ ট্র‍্যাভেলারের সব ক’জন যাত্রী কম বেশি আহত হন। দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয় নাগরিকরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযানে তদারকি করে।

এ ঘটনায় পনেরোজন  যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে  চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের  মধ্যে জয়নাল উদ্দিন লস্কর (৩০ ) এবং ফয়েজ আহমেদ বড়ভুইয়া (৩২ )-র আঘাত গুরুতর থাকায়  এই দুজনকে  উন্নত চিকিৎসার জন্য  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রেভেলারের চালক পালিয়ে যায়। অন্যদিকে  স্থানীয়রা  আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

Comments are closed.