Also read in

শিলচর আইজল জাতীয় সড়কে দক্ষিণ সৈ়দপুরে দুর্ঘটনা, গুরুতর আহত ৪

শিলচর-আইজল জাতীয় সড়কের সৈদপুর এলাকায় আজ বিকালে তিনটে নাগাদ এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে, এদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। আজ বিকেল তিনটে নাগাদ ধলাই থেকে শিলচরগামী একটি বাসের সঙ্গে একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ফলে দক্ষিণ সৈদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সবাই স্কুল পড়ুয়া কিশোর বলে জানা গেছে।

আহতদের সকলকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র সোহেল আহমেদ লস্করকে শিলংয়ের নিগ্রিমসে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার আকস্মিকতায় ওই এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

Comments are closed.