আজমলের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানালেন শিলচরের সাংবাদিকরা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বুধবার এক সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা সহ প্রাণে মারার হুমকি দিয়েছিলেন, এর বিরুদ্ধে জোরালো আওয়াজ তুললেন বরাক উপত্যকার সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে তারা জেলাশাসকের কার্যালয় চত্বর থেকে এক প্রতিবাদ রেলি বের করেন এবং ক্ষুদিরামের মূর্তির সামনে বদরুদ্দিন আজমল এর কুশপুতুল দাহ করে প্রতিবাদ প্রদর্শন করে।
উল্লেখ্য, বুধবার এক সাংবাদিক সম্মেলনে বদরুদ্দিন আজমল এক তরুণ সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে না পেরে তাকে অশ্রাব্য গালিগালাজ করা সহ প্রাণে মারার হুমকি দেন। সাংবাদিকটি তাকে প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের পরে তিনি বিজেপি না কংগ্রেস কোন দলের সঙ্গে জোটে যাবেন। এতে রেগে গিয়ে আজমল সে সাংবাদিককে কুকুরের বাচ্চা ইত্যাদি গালাগালি করেন এবং তাকে প্রাণে মারার হুমকি দেন। এর বিরুদ্ধে সারা রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা প্রতিবাদ করছেন। এরই সূত্র ধরে শিলচরে ও এদিন জোরালো প্রতিবাদ জানালেন সাংবাদিকরা।
সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, দিলীপ কুমার সিংহ, পিযুষ দাস, অরিন্দম গুপ্ত, শিবাশিষ ভট্টাচার্য, স্নেহাংশু ভট্টাচার্য, রাজা ধর, বিক্রম সহ অন্যান্যরা এদিন বদরুদ্দিন আজমল এর ব্যবহার এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে তার গ্রেফতারের দাবি জানান। তারা বলেন সংবাদমাধ্যমের জন্যই রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের কাছে নিজেদের আওয়াজ পৌঁছে দিতে পারেন। সংবাদমাধ্যমের কর্মীরা কোন প্রশ্ন করলে তাকে প্রাণে মারার হুমকি এবং অসভ্য আচরণ করা কোন মতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে বদরুদ্দিন আজমল এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে আজমলকে গ্রেফতার না করলে আমরা আরো জোরালো প্রতিবাদ জানাবো এবং প্রয়োজনে বদরুদ্দীন এবং তার দলকে পুরোপুরি বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Comments are closed.