Also read in

রাঙ্গিরখাড়িতে ব্যাপক অগ্নিকাণ্ড, চারটি অগ্নিনির্বাপক বাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শিলচরের চণ্ডীচরণ রোডে আজ আনুমানিক সন্ধ্যা সোয়া ছটায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। চণ্ডীচরণ রোডের এক সংকীর্ণ গলির ভেতরে একটি বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটেছে। বাড়ির ভেতর থেকে বিধ্বংসী আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। দুটি ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় সঙ্গে সঙ্গে। “ গলিটি খুবই সংকীর্ণ হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি গলির ভেতরে ঢুকতে পারে নি। তাই বড় রাস্তা থেকেই আগুন নেভানোর চেষ্টায় অগ্নি নির্বাপক বাহিনী জল দিতে থাকে” জানালেন ঘটনাস্থলে উপস্থিত আমাদের সংবাদদাতা।

আগুন লাগার উৎস হিসেবে স্থানীয়রা মনে করছেন এলপিজি গ্যাস হতে পারে, কিন্তু ব্যাপারটি সুনিশ্চিতভাবে বলতে অবশ্যই আরও কিছুটা সময়ের প্রয়োজন।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, আগুন লেগেছে সৌমেন পালের বাড়িতে। তার বাড়িটি মিষ্টিমুখ মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে অবস্থিত।

“যদিও মোট চারটি অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হলেও গলিটি সংকীর্ণ হওয়ার জন্য গাড়িগুলো ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু স্থানীয় বাসিন্দারা উল্টোদিকের বাড়ি থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সবার সহযোগে আগুন নিয়ন্ত্রণে আসে” বলে আমাদের সংবাদদাতা উল্লেখ করেন।

অগ্নিকাণ্ডে কোন প্রাণহানি না ঘটলেও প্রচুর জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। এই অগ্নিকাণ্ডে জ্যোৎস্না স্টোরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই স্টোরের ভেতরের জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একজন প্রতিবেশী রাজদীপ বনিক আমাদের জানালেন যে তার বাড়ির অর্ধাংশও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments are closed.