Also read in

রেলের লামডিং-বদরপুর সেকশনে শীঘ্রই আসছে ভিস্টাডোম কোচ : রেলমন্ত্রী পীযূষ গোয়েল

বরাকবাসীর জন্য এক সুসংবাদ নিয়ে এলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, লামডিং বদরপুর শাখায় শীঘ্রই চালু হচ্ছে কাঁচে ঘেরা পর্যটক ট্রেন।রেলমন্ত্রী গতকাল গুয়াহাটিতে রেলের মুখ্যালয়ে পদস্থ কর্মচারীদের সাথে এক পর্যালোচনা বৈঠকে এই কথা ঘোষণা করেন।

দেশের বিভিন্ন স্থানে পর্যটনের উন্নয়নের জন্য এই ধরনের রেলওয়ে কোচ ইতিমধ্যেই চালু হয়েছে। লামডিং- বদরপুর শাখায়ও পর্যটকদের আকর্ষিত করতে কাঁচে ঘেরা এই কোচগুলো পর্যটক তথা সাধারণ যাত্রীদের আকর্ষিত করতে সক্ষম হবে।

রেল মন্ত্রী আরও জানিয়েছেন যে, রঙ্গিয়া হয়ে নিউ বঙ্গাইগাও-গুয়াহাটি রেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করার প্রকল্পটি কেবিনেট কমিটির আর্থিক বিষয়ক দপ্তরে শিগগিরই তিনি পেশ করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে রেলের বিভিন্ন প্রকল্পে যত শীঘ্র সম্ভব জমি ব্যবস্থা করতে বলেছেন, যাতে প্রকল্পগুলো দ্রুত রূপায়ণে বিঘ্ন না ঘটে।

উত্তর পূর্ব রেলের সদর দপ্তরে পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে গোয়েল বলেন, বগীবিল সেতু উদ্বোধনের পর এখন উত্তর-পূর্বের লাইনগুলোকে ডাবল লাইনে রূপান্তরিত করার প্রয়াস নেওয়া হবে। তিনি পদস্থ আধিকারিকদের এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে একটা কর্ম পরিকল্পনা নেওয়ার জন্য বলেন।

এখানে উল্লেখ্য যে মাহুর থেকে হারাঙাজাও পর্যন্ত মিটার গজ লাইনকে ‘হেরিটেজ লাইন’ হিসেবে পুনরুজ্জীবিত করার জন্য ইতিমধ্যেই রেলওয়ের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে।

Comments are closed.