Also read in

সর্বভারতীয় আবৃত্তি প্রতিযোগিতায় স্বর্ণ পদক সমর্পিতার

অযাচক আশ্রমের ৭ম রাজ‍্যভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতায় ‘ঘ’ শাখায় স্বর্ণ পদক লাভ করল শিলচরের সমর্পিতা ভট্টাচার্য।মোট পাঁচ বিভাগে আয়োজিত তৃস্তরীয় এই প্রতিযোগিতায় রাজ‍্যস্তরে প্রথম স্থানাধীকারীরাই চূড়ান্ত পর্বে অংশ নেন। উক্ত প্রতিযোগিতায় উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি অংশ নেন পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একঝাঁক ছেলেমেয়ে।

গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতার শেষ পর্ব সম্পন্ন হয় ২৮ ডিসেম্বর। এবছর দক্ষিণ আসামে শুধু ‘ঘ’ বিভাগেই দুটি স্বর্ণ পদক ও একটি রৌপ‍্য পদক আসে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার তথা বাচিকশিল্পী অমিত সিকদার ও মনোজ দেব। ছিলেন পাপিয়া সিনহা, দেবব্রত আচার্য প্রমুখ।
উল্লেখ্য, একমাত্র অযাচক আশ্রমই সর্বভারতীয় স্তরে ব‍্যতিক্রমী রুচিশীল শিল্প আবৃত্তি প্রতিযোগিতা চালিয়ে আসছে টানা সাত বছর থেকে। এর ফলে ঝাঁকে ঝাঁকে নব প্রজন্মের মধ্যে আবৃত্তির প্রতি আকর্ষণ বাড়ছে।

Comments are closed.