Also read in

সংস্কার হচ্ছে রাঙ্গির খাল এবং লঙ্গাই খাল, বরাদ্দ ৪০ লক্ষ

অবশেষে রাঙ্গির খাল এবং লঙ্গাই খাল সংস্কারের কাজ শুরু হচ্ছে। শিলচর শহর থেকে জল নিষ্কাশনের এই প্রধান দুটো নালা সংস্কারের জন্য বরাদ্দ হলো চল্লিশ লক্ষ টাকা।

গতকাল জেলা শাসক এস লক্ষ্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানানো হয়। জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় এসডিআরএফ-এর বিভিন্ন প্রকল্প এবং এক্স গ্রেসিয়া সম্পর্কে অনুমোদন, বন্যা-ঝড় বিধ্বস্ত এলাকা সমূহে অনুদান, ভূমি ধস, আগুনে ক্ষতিগ্রস্তদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে পর্যালোচনা করা হয়। বিভিন্ন রেভিনিউ সার্কেলের মধ্যে তিনটি শিলচর, সোনাই ও কাটিগড়ায় বিভিন্ন সময়ে দুর্ঘটনায় মৃত্যুর জন্য অর্থের অনুমোদনও জানানো হয়। সভায় লক্ষ্মীপুর, কাটিগড়া ও শিলচর সদর সার্কেলে কিছু ভূমি ধস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং কিছু ক্ষেত্রে অনুমোদনও লাভ করে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সমূহের উন্নয়ন, ঝড় বিধ্বস্ত এলাকার জন্য এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বার্ষিক অনুমোদন জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম আমিনুল হক লস্কর এবং অমর চাঁদ জৈন ।

এখানে উল্লেখ্য, রাঙ্গির খাল এবং লঙ্গাই খালকে শহরের জল নিষ্কাশনের অন্যতম লাইফ লাইন হিসেবে গণ্য করা হয়। পূর্বতন জেলা শাসকের সক্রিয় ভূমিকায় নালা দুটো দখলমুক্ত করার প্রয়াস অনেকটা সফল হয়েছিল এবং সংস্কারের কাজও অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপর এক অজ্ঞাত কারণে এই প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে রয়েছে। এখন নতুন করে অর্থ বরাদ্দের ফলে আসন্ন বর্ষার আগে নালা দুটোর সংস্কারে শহরের জল নিষ্কাশনের কিছুটা সুরাহা হতে পারে বলে আশা করা যায়।

Comments are closed.

error: Content is protected !!