Also read in

বিল বিরোধিতায় সরকার থেকে সরে গেল অগপ, 'বিজেপি সাম্প্রদায়িক দল', বললেন অতুল বর়া

 

রাজ্যে বিজেপির সরকার থেকে সরে এল অসম গণপরিষদ, নাগরিকত্ব বিলের বিরোধিতা করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, এমনটাই জানালেন দলের সভাপতি অতুল ভরা। পাশাপাশি তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেও আখ্যা দিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের পরই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি দলের সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে রামনগরে নির্বাচনী প্রচারে এসে বিলটি সংসদে পেশ করার কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকেই অসম গণ পরিষদ এবং অন্যান্য দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা যায়। আজ বিলটি সংসদে পেশ হয়েছে এবং এরই প্রতিবাদে সরকার থেকে সরে গেছে অসম গণ পরিষদ। রাজ্য বিধানসভার ১২৬টি আসনের মধ্যে বিজেপির কাছে রয়েছে ৬০টি, অগপ দলের কাছে ১৪টি এবং বিপীএফের কাছে ১২টি।

অতুল ভরা এদিন বলেন অসমের মানুষ শুধুমাত্র বিজেপিকে ভোট দেয়নি, তারা তাদের প্রাদেশিক দলগুলোকেও ভোট দিয়েছে। সবার সাহায্য নিয়েই সরকার গঠন করেছে বিজেপি। তবে তারা যদি নিজের মতো সিদ্ধান্ত নিতে থাকে এবং আমাদের কথার কোন মূল্য থাকেনা, তাহলে এমন সরকারে থাকার কোন মানে হয়না। আমরা অসমের মানুষের স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। নাগরিকত্ব বিল এনে অসমের নিজস্বতাকে নষ্ট করে দিতে চাইছে বিজেপি। তারা সাম্প্রদায়িক দল এবং ধর্মের নামে রাজনীতি করছে আমরা আর এই রাজনীতিকে সমর্থন করতে পারছি না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত আগেই এই সিদ্ধান্তের আভাস দিয়েছিলেন। তবে সোমবার অসম গণ পরিষদ দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্তটি পাকাপাকি হয়ে যায়। তারা অসমে এনডিএর সঙ্গে সরকারে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অতুল বরা, কেশব মহন্ত, ফনী ভূষণ চৌধুরী লিখিতভাবে সিদ্ধান্তটি বিজেপিকে বিজেপির কাছে তুলে দেওয়ার পাশাপাশি সরকারের দেওয়া সবগুলো পদ থেকেও তারা ইস্তফা দেবেন, এমনটাই জানানো হয়েছে।
অসম গণপরিষদ বেরিয়ে যাওয়ায় এখন বিপিএফ এর সঙ্গে আঁতাতে সরকারে থাকবে বিজেপি। তবে একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিপিএফ এর তরফে হাগ্রমা মহিলারি এবং অন্যান্য সদস্যের একটি দল দিল্লিতে বিজেপির হাইকমান্ডের সঙ্গে দেখা করতে গেছে।

Comments are closed.