Also read in

অসমীয়ারা বিলের বিরোধিতা করলে বরাক আলাদা হবে: প্রদীপ দত্ত রায়

নাগরিকত্ব সংশোধনী বিলকে সামনে রেখে আবার পৃথক বরাকের ডাক দিলেন আকসার প্রতিষ্ঠাতা এবং গৌহাটি হাইকোর্টের প্রাক্তন আইনজীবী প্রদীপ দত্ত রায়। তার বয়ানে, “নাগরিকত্ব বিলকে বিরোধিতা করার মানে হচ্ছে রাজ্যে বসবাসকারী হিন্দু বাঙালিদের বিরোধিতা করা। অসমিয়ারা এভাবেই যদি বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বরাকবাসিও অসমের অংশ হয়ে থাকতে চাইবেনা”। সোমবার শিলচরে তার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কথাটি জানান প্রদীপ দত্ত রায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে রামনগরে নির্বাচনী প্রচারে এসে বিলটি সংসদে পেশ করার কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকেই অসম গণ পরিষদ এবং অন্যান্য দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা যায়। আজ বিলটি সংসদে পেশ হয়েছে এবং এরই প্রতিবাদে সরকার থেকে সরে গেছে অসম গণ পরিষদ। প্রকাশ্যে বিরোধিতা করছে আশু, কৃষক মুক্তি সংগঠন সহ বিভিন্ন দল। এই প্রতিবাদের সূত্র ধরেই প্রদীপ দত্ত রায় বলেন, বাঙালিদের হয়ে কথা বললেই যদি এধরনের প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে বাঙালিরা এরাজ্যে সুরক্ষিত নয় তা পরিষ্কার।

তিনি সঙ্গে প্রশ্ন তুলেন,বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা, আমরা নিজের মতো রাজ্য চালিয়ে নেওয়ার ক্ষমতা রাখি, তাহলে কেন এই অপমান সহ্য করব? বরাক আলাদা করার দাবি আজকের নয়। বিভিন্ন সময় বাঙালিরা নির্যাতিত হওয়ার পর পৃথক হওয়ার ডাক দিয়েছিলেন। কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের আটকে দেওয়া হয়েছে। তবে এবার যা হচ্ছে তা আগে হয়নি, তাই আলাদা রাজ্য ঘোষণা করা এই সমস্যা সমাধানের সব থেকে সহজ উপায়। বিলের বিরোধিতায় ডাকা বনধের ব্যাপারে তিনি বলেন, বরাক উপত্যকা এবং বোড়োল্যান্ডে বনধ হচ্ছেনা। রাজ্যের বিভিন্ন সংগঠন এর সমর্থন করছেন না। তাহলে এধরনের বনধকে কেন মানবো?

Comments are closed.