বরাকের দুই জেলায় জনজীবন স্বাভাবিক, তবে হাইলাকান্দিতে বন্ধ প্রায় সর্বাত্মক
বরাক উপত্যকার কাছাড় এবং করিমগঞ্জ জেলায় জনজীবন প্রায় স্বাভাবিক থাকলেও হাইলাকান্দিতে বন্ধের প্রভাব ব্যাপক পরিলক্ষিত হচ্ছে। বনধের ফলে হাইলাকান্দি জেলার জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে ।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসুর ডাকা এগারো ঘন্টার অসম বনধে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে হাইলাকান্দির জনজীবন। আজ সকাল থেকেই কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, কংগ্রেস, আসু সহ বিভিন্ন দল সংগঠনের সদস্য, সমর্থকদের প্রতিবাদী কর্মসূচিতে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জেলার সর্বত্রই বনধের ব্যাপক প্রভাব পড়েছে। যদিও স্থানে স্থানে অটো সহ দু একটি হাল্কা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
জেলা সদর হাইলাকান্দি সহ লালা শহরে অধিকাংশ দোকান পাট খোলা রয়েছে। কাটলিছড়াতেও ব্যাবসায়িক প্রতিষ্ঠান খোলা রয়েছে। যদিও রাস্তা ঘাটে যাত্রীবাহী যানবাহন চলাচল নেই বললেই চলে, রাস্তায় সাধারণ পথচারীর সংখ্যা ও হাতে গোনা।
পিকেটিং করতে গিয়ে হাইলাকান্দি জেলা সদরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আলগাপুর, বোয়ালিপার, কৃষ্ণপুর ইত্যাদি এলাকায় বনধের ব্যাপক প্রভাব পড়েছে। আলগাপুর, হাইলাকান্দি, লালা , এলাকা থেকে পুলিশ শতাধিক পিকেটারকে গ্রেফতার করেছে। লালা পুলিশ নতুনবাজার এলাকা থেকে এপিসিসি সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভুইয়া, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ বহু পিকেটারকে গ্রেফতার করেছে। হাইলাকান্দি সদর থানায় বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সহ অর্ধ শতাধিক পিকেটারকে আটক করে রাখা হয়েছে। আলগাপুরে দফায় দফায় সড়ক অবরোধ, সকালে সিআরপিএফের সাথে হরতাল কারীর তর্কযুদ্ধে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ দুপুর পর্যন্ত পাওয়া সংবাদে জানা গেছে যে, কাছাড় এবং করিমগঞ্জ জেলায় হাট-বাজার, দোকানপাট যথারীতি খোলা আছে; যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে ব্যাঙ্ক পরিষেবা শহরাঞ্চলে ব্যাহত হয়েছে, শহরতলিতে ব্যাঙ্কের কিছু শাখা খোলা রয়েছে।
করিমগঞ্জ জেলায় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা আন্দোলন কর্মসূচিতে রেল অবরোধের চেষ্টায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
একটু আগে পাওয়া খবরে জানা গেছে, শতাধিক সমর্থকসহ বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণপুর বাজার থেকে। বর্তমানে তাদের লালা থানায় আটকে রাখা হয়েছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
Comments are closed.