এক বড় ধরনের প্রশাসনিক রদবদলে বরাক উপত্যকার তিন ডিসি বদলি
এক বড় ধরনের উচ্চস্তরীয় প্রশাসনিক রদবদল ঘটাল রাজ্য সরকার। ৩৯ জন উপায়ুক্ত বা সম মর্যাদার আধিকারিকদের বদলি করা হলো। বরাক উপত্যকার তিন ডেপুটি কমিশনার বদলির আদেশ পেলেন।
কাছাড়ের বর্তমান জেলা উপায়ুক্ত এস লক্ষণন, আইএএস বদলি হয়ে যাচ্ছেন শিবসাগরের জেলা উপায়ুক্ত হয়ে। তিনি পল্লব গোপাল ঝার স্থলাভিষিক্ত হচ্ছেন।
কাছাড়ের নতুন জেলা উপায়ুক্ত হয়ে আসছেন লায়া মাদ্দুরি, আইএএস।
জলি কির্থি, আইএস হাইলাকান্দি জেলার উপায়ুক্ত হয়ে আসছেন। তিনি বর্তমানে চিফ সেক্রেটারির স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত আছেন।
হাইলাকান্দি জেলার বর্তমান উপায়ুক্ত আদিল খান, আইএএস বদলি হয়ে যাচ্ছেন বঙ্গাইগাওয়ে, তিনি বাবুলাল শর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।
করিমগঞ্জ জেলার অতিরিক্ত আয়ুক্ত এম পি আম বামুথান চিফ সেক্রেটারির স্টাফ অফিসার হিসেবে বদলি হয়ে জলি কির্থির স্থলাভিষিক্ত হচ্ছেন।
পি বি রায়, এসিএস করিমগঞ্জ জেলার উপায়ুক্ত হিসাবে প্রদীপ কুমার তালুকদারের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বর্তমানে কাছাড় জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত আছেন।
Comments are closed.