কয়লা সিন্ডিকেট: জেলার এন্ট্রি পয়েন্টে সিসিটিভি লাগানোর দাবি যুব কংগ্রেসের
কাছাড়ে অবৈধ কয়লা পাচার রুখতে মালিডহর এন্ট্রি পয়েন্টকে পুরোপুরিভাবে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় নিয়ে আসার আবেদন জানাল যুব কংগ্রেস। মঙ্গলবার তারা জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণনের হাতে এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে আবেদনটি জানায়। পাশাপাশি কয়লা সিন্ডিকেট নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়।
যুব কংগ্রেসের জেলা সম্পাদক জাবেদ আখতার লস্কর সহ অন্যান্য সদস্যরা এদিন দুপুরে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হন। তারা স্মারকলিপির মাধ্যমে জেলাশাসককে আবেদন করেন, মালিডহর এলাকায় সিসিটিভি এবং এলসিডি স্ক্রিন লাগিয়ে এলাকাটিকে পুরোপুরি সরকারি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসার অনুরোধ রাখেন। পাশাপাশি তারা বলেন, যদি সরকার এসব লাগাতে সমর্থ না হয় তাহলে যুব কংগ্রেসের তরফে এগুলো সরকারকে কিনে দেওয়া হবে, তবে কয়লা সিন্ডিকেট বন্ধ হওয়া চাই। তারা শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের উদ্ধৃতি দিয়ে বলেন, সরকার পক্ষের একজন বিধায়ক হয়েও এমনভাবে সাহস করে সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ পাল। তারপরও কোনও এক চক্র এগুলোকে মদদ দিচ্ছে এবং পুলিশ সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে।
তারা উল্লেখ করেন, কয়লা কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত হওয়া অত্যন্ত জরুরি, কারণ এত বড় একটি চক্রকে কারা সামাল দিচ্ছে তা আমরা কেউ জানিনা। এত কিছুর পরও যদি পুলিশ অবৈধ কয়লা পাচার রুখতে উদাসীন মনোভাব দেখায়, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনও শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠীর মদদ রয়েছে। সিবিআই তদন্ত হলে এসব বেরিয়ে আসবে, পাশাপাশি বেশ কিছু বড় নামও উঠে আসতে পারে। তাই যুব কংগ্রেস চায়, নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের গ্রেফতার করা হোক। তবেই এত বড় সরকারি রাজস্বের ক্ষতি বন্ধ হবে।
জেলাশাসক যুব কংগ্রেসের সদস্যদের আশ্বাস দেন, তিনি এব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবেন এবং সরকারের কাছে আবেদনটি পাঠাবেন।
Comments are closed.