Also read in

উত্তর পূর্বাঞ্চলে মহিলাদের সম্মানের চোখে দেখা হয়, বরাকে আসার খবরে আনন্দিত: লায়া মাদ্দুরি

বরাক বুলেটিন, শিলচর, ৯ জানুয়ারি
:অসম তথা উত্তর পূর্বাঞ্চলে মহিলাদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। আমি এতদিন আসামে, রয়েছি, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে যোগ্য সম্মান পেয়েছি। বরাক উপত্যকায়ও একই আশা নিয়ে আসছি। এই অঞ্চলের বিষয়ে অনেক কিছুই জানি তবে প্রথমবার এখানে কোনো সরকারি আধিকারিক হিসেবে নিযুক্তি পেয়েছি। আমার আশা এই অঞ্চলের মানুষের সঙ্গে মিলেমিশে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব, এমনটাই জানালেন কাছাড়ের নবনিযুক্ত জেলাশাসক আইএএস লায়া মাদ্দুরি।

দক্ষিণ ভারতের বাসিন্দা লায়া মাদ্দুরি বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ‍্যান্ড সাইন্সের ছাত্রী। ২০১০ সালে আইএএস পাস করে আসাম ক্যাডারের অধীনে এরাজ্যে কর্মরত। বর্তমানে ডিব্রুগড় জেলার উপায়ুক্ত লায়া মাদ্দুরি রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পদে নিযুক্তি পেয়েছেন। নগাওয়ে প্রথমবারের মতো তিনি প্রবেশনারি অফিসার হয়ে আসেন, পরে দু’বছর মাজুলিতে ছিলেন। শোণিতপুর এবং ডিব্রুগড় জেলাশাসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। এবার বরাকের কাছাড়ের জেলাশাসক হয়ে আসছেন। একজন মহিলা হিসেবে এধরনের সরকারি আধিকারিক পদে কাজের অনুভূতি নিয়ে তিনি বরাক বুলেটিন প্রতিনিধিকে বলেন, “ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তর-পূর্বাঞ্চলে মহিলাদের বেশি সম্মানের চোখে দেখা হয়। আমি আমার সহকর্মীদের পাশাপাশি আমার কার্যালয়ের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আলাদা সম্মান পেয়েছি। কাছাড় তথা বরাক উপত্যকার অন্যান্য অঞ্চলের ব‍্যপারে আমরা সংবাদ মাধ্যমের সাহায্যে অনেক কিছুই জানতে পারি। তবে এর আগে এখানে কোনো সরকারি পদে নিযুক্ত পাইনি। এবার সরাসরি কাছাড়ের জেলাশাসক হয়ে আসছি। এই জেলা নিয়ে আমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে, তবে আগে এখানে এসে স্থানীয় লোকেদের সঙ্গে পরিচয় করতে হবে। তাদের সমস্যাগুলো বুঝতে হবে এবং তারপরেই সমাধানের উপায় বের করে আনব।”

স্বচ্ছতা এবং গার্বেজ ম্যানেজমেন্ট নিয়ে দক্ষ হাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লায়া মাদ্দুরির। তিনি ডিব্রুগড়ে এসব বিষয়ে দৃষ্টান্তমূলক কাজ করেছেন বলে খবর রয়েছে। কাছাড় জেলায় বিশেষ করে শহরাঞ্চলে আবর্জনা এক বিশাল সমস্যা। এসব সমাধানের ব্যাপারে তিনি বলেন, “কাছাড় নিয়ে এখনই কোন কথা বলা ঠিক হবে না, তবে জনগণের সাহায্য পেলে কোনও সমস্যা সমাধান করা অসম্ভব নয়।”

আসন্ন লোকসভা নির্বাচনের আগে গতকাল রাজ্য সরকারের তরফে প্রশাসনিক স্তরে বিশেষ রদবদল করা হয়েছে; কাছাড় এবং হাইলাকান্দি দুই জেলাতেই মহিলা জেলাশাসক নিযুক্ত করা হয়েছে। কাছাড়ের বর্তমান জেলা শাসক এস লক্ষ্মণন শিবসাগরে বদলি হয়েছেন। তবে তিনি কাছাড়কে কখনোই ভুলবেন না এবং এখানে মানুষের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন বলে আশ্বাস দিয়েছেন। জেলার সমস্যাগুলো একদিনে মিটিয়ে নেওয়া সম্ভব নয় তাই তার সম্পূর্ণ সহযোগিতা থাকবে এসব সমস্যা সমাধানের ব্যাপারে, বলে জানান তিনি।

Comments are closed.