Also read in

নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে আজ গর্জে উঠল আসাম বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা

গতকাল কিছু সংখ্যক ছাত্রের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের প্রতিক্রিয়ায় আজ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক বিরাট অংশ বিলের সমর্থনে বিশ্ববিদ্যালয় গেটের সামনে এক ধর্না ও বিক্ষোভ সমাবেশে সামিল হলেন।

তাদের হাতে ছিল প্লেকার্ড, ফেস্টুন; ‘আমরা নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করি’, ‘উগ্র জাতীয়তাবাদ মানছি না, মানবো না’, ‘আমি গর্বিত ভারতীয় বাঙালি’, ‘ঘৃন্য মানসিকতা ত্যাগ করো’, ‘আমাদের ভাষা, আমাদের অহংকার’ ইত্যাদি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন এবং উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে সতর্ক করে দেন। অনুষ্ঠানে স্লোগান উঠে, ‘একাদশ শহিদের রক্ত ভুলিনি, ভুলবোনা’ নাগরিকত্ব বিল আনতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে’, ‘উগ্র জাতীয়তাবাদীদের জানাই ধিক্কার’।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আকসা নেতা রুপম নন্দী পুরকায়স্থ বলেন, “এই বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। কারো দয়ায় এই বিশ্ববিদ্যালয় আসেনি। বাঙালি কোনদিন বাঙালিয়ানা করেনি, বাঙালি কোনদিন প্রাদেশিকতা করেনি, বাঙালি নিজেদের স্বার্থত্যাগ করে দেশমাতৃকার জন্য নিজের জীবন দান করে গেছে। আগামী দিনে নাগরিকত্ব সংশোধনী বিলের ব্যাপারে যখনই কোনও আন্দোলন হবে আমরা তার পাশে থাকব।”

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি মিলন দাস বলেন, “গতকাল আসুর কয়েকজন ছাত্র যেভাবে এই বিলের বিরোধিতায় সমবেত হয়েছিল এবং বাঙালিদের গালিগালাজ করেছিল, এর প্রতিবাদ জানাতেই এই সমাবেশ”।

এখানে উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া গতকাল নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। বিকেলের দিকে জনা তিরিশেক পড়ুয়া মিছিল করে এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সমবেত হয়ে কিছুক্ষণ অবস্থান করেছিল।

Comments are closed.