Also read in

আজকের শিরোনাম: ৮-৯ লক্ষ হিন্দু বাঙালি বোঝা হতে পারে না হিমন্ত

সুপ্রভাত, আজ শুক্রবার ১১ই জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৬শে পৌষ,১৪২৫ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যজুড়ে প্রতিক্রিয়ার খবর আজও স্থানীয় পত্রিকাগুলো গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া শিরোনাম,

বিক্ষোভে উত্তাল রাজ্য, গুয়াহাটিতে সর্তকতা।। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হীরেন গোঁহাইদের বিরুদ্ধে

সাথে আছে,

  • নাগরিকত্ব বিলের সমর্থনে পাল্টা সমাবেশ আসাম বিশ্ববিদ্যালয়ে
  • রাজ্যে ভয়ংকর পরিস্থিতি হবে, ফের হুমকি আলফার
  • নাগরিকত্ব বিল পাস না হলে জারি হবে অর্ডিন্যান্স, ইঙ্গিত হিমন্তর
  • সংরক্ষণের সুবিধা পাবেন অসমিয়ারাও, ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

  • নাগরিকত্ব বিলের পক্ষে যুক্তি :: ৮-৯ লক্ষ হিন্দু বাঙালি বোঝা হতে পারে না: হিমন্ত
  • খুব শীঘ্রই রাজ্যের আগুন নিভে যাবে, দাবি হাগ্রামার

তবে, প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে প্রান্তজ্যোতির লিড নিউজ,

এনডিএ-তে স্বাগত জোটের রাস্তা খোলা: মোদি

সাথে আছে প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য খবর,

  • নমো-রাগা তরজা : মোদিকে ‘সেক্সিস্ট’ মন্তব্য রাহুলের – জবাবদিহি চাইল মহিলা কমিশন
  • প্রধানমন্ত্রীর ধোঁকায় আর ভুলবে না দেশবাসী: মমতা

এই প্রসঙ্গে যুগশঙ্খের খবর,

আঁতাতের জন্য বিজেপির দরজা খোলা, দক্ষিণের দলগুলোকে মিত্রতার বার্তা মোদির

সিবিআই প্রধানের বিদায়ের খবরকে মুখ্য শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে,

  • ৩৬ ঘণ্টার মধ্যে অলোক বার্মাকে সরালেন মোদি
  • ঘুষ কান্ডের ছায়া! সিলেকশন কমিটিতে ২-১এ ভাগ্য নির্ণয় সিবিআই ডিরেক্টরের
  • রাফায়েল থেকে বাঁচতেই বার্মাকে হটালেন মোদি, অভিযোগ কংগ্রেসের

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

পুনর্বহালের ২৪ ঘন্টার মধ্যেই ফের অপসারিত অলোক ভার্মা

আজ থেকে শুরু হচ্ছে বিজেপির জাতীয় অধিবেশন, এই খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ লিখেছে,

আজ থেকে দু দিনের জাতীয় অধিবেশন, অশান্ত অসম থেকে মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক বিজেপি নেতা দিল্লিতে

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • ছেলের বিয়েতে রাহুল-নীতিনকে আমন্ত্রণ রাজ ঠাকরের, বাদ শুধু মোদি
  • উচ্চবর্ণের গরিবদের সংরক্ষণ বিল চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা
  • পুলিশে রদবদল, কাছাড়ের এএসপি জগদীশ দাস
  • সরলেন বিচারপতি ললিত, অযোধ্যা মামলার শুনানি ফের পিছিয়ে ২৯শে
  • অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি আবশ্যিক! নয়া শিক্ষা নীতি ঘিরেও বিতর্কে সরকার
  • তিনসুকিয়ায় ফের আলফা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই

অন্য একটি খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

৬ দলে ভাগ হয়ে বাংলায় চিটফান্ড সংস্থার দপ্তরে হানা সিবিআইয়ের

প্রান্তজ্যোতি অ্যাঙ্কর প্রতিবেদনে লিখেছে,

অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত মেডিকেল কলেজে বেলাগাম দুর্নীতি, মামলা থানায়

৩ এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • উপজাতির মর্যাদা, আজ অসম বনধ
  • বিতর্ক শেষে ১২ জানুয়ারি শুরু হচ্ছে রবীন্দ্র মেলা

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

গরিবদের জন্য কোটা দেরিতে হলেও ভাল

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

নাগরিকত্ব সংশোধনী বিল গেল হিমঘরে

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

সিবিআই প্রধানের বিদায়

এবং

সব শিশুর বাসযোগ্য বিশ্ব

খেলার পাতায় এশিয়ান কাপ ফুটবলে সংযুক্ত আরব আমিরশাহির কাছে ২-০ গোলে ভারতের পরাজয়ের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

সুযোগ নষ্ট করে মরুশহরে হারল ভারত

সাময়িকের অন্য খবর,

ভারতের বিশ্ব কাপ স্কোয়াড মোটামুটি তৈরি: রোহিত

জেলা ক্রীড়া সংস্থার এ ডিভিশন ক্রিকেট লিগের খবরে সাময়িকের শিরোনাম,

দুই চিকিৎসকের যুগলবন্দীতে বিশাল জয় ইলেভেন স্টারের

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.