নাগরিকত্ব সংশোধনী বিল: বিতর্কিত মন্তব্য করে মামলায় জড়ালেন প্রদীপ দত্তরায়
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে পাঠরত অসমিয়াভাষী ছাত্রছাত্রীদের প্রতিবাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। বৃহস্পতিবার সমিতির পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
জহির উদ্দিন লস্করের অভিযোগ, প্রদীপ দত্তরায় অসমিয়াভাষী পড়ুয়ারা ভবিষ্যতে এরকম প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে দুই উপত্যকার মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন।। প্রদীপ দত্তরায়ের উস্কানিমূলক ও প্ররোচনামূলক মন্তব্যে পড়ুয়াদের মনে আতঙ্কের পাশাপাশি পড়ালেখায় ব্যাঘাত ঘটাবে।। প্রদীপ দত্ত রায়ের মন্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অযৌক্তিক।।
বরাক উপত্যকা অসমরেই অংশ, তাই অসমের যেকোন ভাষা-ধর্ম-সংস্কৃতির ছাত্রছাত্রীরা পাঠাভ্যাস করতে পারবে। তাদের অধিকারও উপভোগ করতে পারবে। কিন্তু প্রদীপ দত্তরায় পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকারের প্রতি হুমকিস্বরূপ এ ধরনের মন্তব্য করেছেন।। তাই তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়েছেন জহির উদ্দিন লস্কর সহ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতির পদাধিকারীরা।।
এদিকে প্রদীপ দত্তরায়ের বিতর্কিত মন্তব্যের নিন্দায় মুখর হলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গত নয় জানুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় বিজেপি নেতা প্রদীপ দত্তরায় বিলের বিরোধিতাকারী পড়ুয়াদের হুমকি দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দেন।। পরবর্তীতে এ ভাবে করলে আসাম বিশ্ববিদ্যালয়ে নাম ভর্তিতে বাধা দেওয়া হবে বলেও হুংকার দেন প্রদীপ দত্তরায়।৷
এদিকে শ্রী দত্তরায়ের ওই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সুসম্পর্ক নষ্ট হবে বলে অভিযোগ তুলে নিন্দা জানান হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। এক বিবৃতিতে বিধায়ক লস্কর বলেন, প্রদীপ দত্তরায়ের জানা উচিত, ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে বরাক উপত্যকার বহু ছাত্র ছাত্রী রয়েছে।। প্রদীপ দত্তরায়ের বিতর্কিত মন্তব্যের দরুন সেই সব পড়ুয়ারা হয়রানির শিকার হলে, এরজন্য প্রদীপ দত্তরায় দায়ী থাকবেন।। বিধায়ক আনোয়ার হোসেন আরও বলেন, বরাকবাসীর আপামর জনগণের আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয় নিয়ে নোংরা রাজনীতি না করতে প্রদীপ দত্তরায়কে সতর্ক করে দেন তিনি। বলেন, বিতর্কিত মন্তব্যের জেরে দুই উপত্যকায় আগুন জ্বললে পুরোপুরি দায়ী থাকবেন তিনি।।। তিনি আরও বলেন, বরাকে শুধু প্রদীপ দত্তরায় থাকেন না, আরও বহু লোক রয়েছেন।। নাগরিকত্ব সংশোধনী বিলে এ উপত্যকার সিংহভাগ মুসলমান সমাজের লোকের সমর্থন নেই, এটাও স্মরণ করিয়ে দেন তিনি।।। তিনি আরও বলেন, নাগরিকত্ব বিল নিয়ে রাজ্য জুড়ে হাওয়া সরগরম হয়ে উঠেছে।৷ এহেন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে প্রদীপ দত্তরায়কে পরামর্শ দেন আনোয়ার হোসেন লস্কর।।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে গোলাঘাটেও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি দায়ের করেছে দুর্নীতিবিরোধী ঐক্য মঞ্চ।
Comments are closed.