Also read in

হাইলাকান্দির রাজপথ থেকে যুবক অপহরণ!চাঞ্চল্য

হাইলাকান্দির বোয়ালিপার বাজার থেকে শনিবার সন্ধ্যা রাতে এক যুবককে অপহরণের খবরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অপহৃত যুবকের নাম জুবাইর আহমেদ মজুমদার। বাড়ি বোয়ালিপার বাজারে।

রবিবার সকালে বোয়ালিপার বাজারে এ নিয়ে প্রতিবাদি সভা অনুষ্ঠিত হয়েছে ।। সভায় উপস্থিত ছিলেন জি পি সভাপতি সরিফ উদ্দিন, জেড পি সদস্য হিলাল উদ্দিন বড়ভুইয়া সহ শতাধিক জনতা।। মুক ও বধির যুবক জুবাইর হোসেনের উদ্ধারের দাবিতে সোচ্চার এলাকার জনতা।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া পাঁচটা নাগাদ একটি সাদা ৮০০ অলটো থামিয়ে এলাকার পাত্তা আলা হুজুরের ছেলে বলে পরিচিত জুবাইর আহমেদ মজুমদারকে জোর করে তুলে নিয়ে যায় আপহরকারীরা।। ফুজায়েল স্পষ্ট ভাবে কথা বলতে পারে না বলে তেমন হাল্লা চিৎকারও করতে পারে নি। যদিও স্থানীয় জনতা দৌঁড়ে আসার আগেই জুবাইরকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।।

অপহৃত জুবাইরের বড় ভাই মাসুক আহমেদ অপহরনের খবরের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি।।। মাসুক আহমেদ জানান, যদি কেউ জুবাইরের সন্ধান পান তাহলে সাথে সাথেই ৯৪০১২৩৭৯৯০ নম্বরে জানাতে পারেন।।।

Comments are closed.