Also read in

হাইলাকান্দিতে প্রেমিকাকে গলা কেটে খুন করে প্রেমিকের আত্মহত্যার প্রচেষ্টা, চাঞ্চল্য

রবিবার সাতসকালে হাইলাকান্দির বাউয়ারঘাট প্রথম খন্ড এলাকায় প্রেমিকাকে গলা কেটে খুন করে প্রেমিকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।। নিহত যুবতীর নাম সুলতানা বেগম মজুমদার।

জানা গেছে, সুলতানার সাথে একই গ্রামের জনৈক মোহাম্মদ আলির প্রেমের সম্পর্ক ছিল। কিন্ত সম্প্রতি অন্যত্র সুলতানার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে মোহাম্মদ আলি। রবিবার সকালে মোহাম্মদ আলি সুলতানাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং গলায় কোপ বসিয়ে দেয়। এরপর সে নিজের গলাতেও ধারালো দা দিয়ে কোপ বসিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা সুলতানাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় মোহাম্মদ আলিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

নিহত যুবতী সুলতানা বেগমের ভাইয়ের এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।৷ পুলিশ মোহাম্মদ আলির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে সুলতানা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। এ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে লালার সকালাপারে অনুরূপভাবে বছর তিনেক আগে লুৎফর রহমান নামের এক প্রেমিক তার প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে সে ও আত্মহত্যার চেষ্টা করে। যদিও দু’জনই বরাতজোরে বেঁচে যায়।।

Comments are closed.