Also read in

হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মকর সংক্রান্তির দিনে হাইলাকান্দির লালা থানাধীন গাগলাছড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক তরতাজা যুবক। নাম রিয়াজ উদ্দিন লস্কর, বাড়ি সাহাবাদ লাগোয়া রংপুর বোয়ালিপার গ্রামে।।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে শিলচর যাওয়ার পথে লালার গাগলাছড়া সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রিয়াজ উদ্দিন।।স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। যদিও এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে লালার কালাছড়া ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক উদ্ধার করে। লালা পুলিশ নিহত রিয়াজ উদ্দিন লস্করের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাইক আরোহী রিয়াজ উদ্দিন লস্করের একটি বাড়ি বরুনছড়া ফরেস্ট ভিলেজেও রয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন লস্করের মৃত্যু সংবাদ চাউর হতেই রংপুর বোয়ালিপার এলাকায় শোকের ছায়া নেমে আসে। আপিন রংপুর জিপি সভাপতি সালে আহমেদ,এন এস ইউ আই র পক্ষে মজমুল হোসেন সহ অন্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান। তাঁরা নিহত রিয়াজ উদ্দিন লস্করের অসহায় পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন।।

Comments are closed.