মিডিয়া ব্যাডমিন্টনে বিজয়ী অভিজিৎ-শিবাশিষ
২১তম বরাক ভ্যালি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী হলেন অভিজিৎ দেব এবং শিবাশিষ ভট্টাচার্য। ফাইনালে তারা অরিন্দম গুপ্ত এবং সত্যজিৎ শুক্লবৈদ্যকে স্ট্রেট সেটে হারান। তাদের স্কোর ছিল১৫-৫, ১৫-২।
বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অন্যান্য বিভাগের মধ্যে সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন কাগজে কাজ করা সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিজয়ীদের হাতে কিশলয় দত্ত চৌধুরী স্মারক ট্রফি সহ নগদ ১০০০ টাকার পুরস্কার তুলে দেন কিশোর দত্ত চৌধুরী। তার প্রয়াত পুত্র কিশলয় দত্ত চৌধুরীর স্মরণে তিনি এই পুরস্কারটি প্রদান করেন। রানার্স আপদের হাতে বিশেষ ট্রফি এবং নগদ ৫০০ টাকার নগদ পুরস্কারও তুলে দেওয়া হয়।
সাংবাদিকদের সারাদিনের ব্যস্ততার পাশাপাশি় খেলার জন্য সময় বের করে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আয়োজকরা তাদের ধন্যবাদ জানান। সঙ্গে এও বলেন, সাংবাদিকদের এই ক্রীড়াপ্রেম সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে, তরুণ প্রজন্ম খেলার প্রতি আরো উৎসাহিত হবে বলেই আমাদের ধারণা।
Comments are closed.