Also read in

শিলচরে 'চলো সাইকেল চালাই' র‍্যালিতে অংশ নিলেন হাজার লোক

দৈনন্দিন জীবনে পেট্রোপণ্যের ব্যবহারের হার কমিয়ে আনতে সপ্তাহে অন্তত একদিন সাইকেল ব্যবহার করা উচিত। এতে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বাড়বে, এই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশব্যাপী সাইকেল র‍্যালি আয়োজন করার আহ্বান জানিয়েছিলেন। এর অংশ হিসেবে শিলচরেও রবিবার এক বিরাট সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ‘সক্ষম সাইক্লাথন’ নামের এই র‍্যালির স্লোগান ছিল ‘চলো সাইকেল চালাই’ এতে প্রায় হাজার খানেক মানুষ অংশ নেন।
কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনে থাকা পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটি আয়োজন করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নুমালিগড় তেল শোধনাগার এবং স্টেট লেভেল এ্যাডভাইজারী কমিটি ফর স্টুডেন্টস অ‍্যান্ড ইউথ ওয়েল ফেয়ার।

এদিন সকালে সাড়ে সাতটায় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে কাছাড় কলেজ হয়ে রংপুর জিরো পয়েন্ট পর্যন্ত যায় র‍্যালিটি, এরপর আবার ফিরে আসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে। সেখানে অংশগ্রহণকারীদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়। এক ঘণ্টার এই র‍্যালির উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

র‍্যালিতে শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেডের জিএম এস. দাস, জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, র‍্যালির কাছাড় জেলার কো-অর্ডিনেটর ডঃ রাজদীপ রায়, পুলিশ সুপার রাকেশ রৌশন সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। সারাদেশে মোট ২০০টি সক্ষম সাইক্লাথন র‍্যালি আয়োজন করা হয় এদিন; অসমে গুয়াহাটি,ডিব্রুগড় এবং শিলচরে এটি আয়োজিত হয়।
র‍্যালিটি শুরু হওয়ার আগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক সভা অনুষ্ঠিত হয়। এতে দিলীপকুমার পাল বলেন, দৈনন্দিন জীবনে পেট্রোপণ্যের ব্যবহার কমিয়ে আনতে সারাবিশ্বের লোক সাইকেল চালানোর অভ্যাস ফিরিয়ে আনছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ধারাকে ভারতে নিয়ে আসতে চাইছেন, আমরা তার আহবানে সাড়া দিয়েছি। দৈনন্দিন জীবনে পেট্রোপণ্যের ব্যবহার কমিয়ে আনার সুফল আগামী দিনে প্রকৃতির উপরে পড়বে।

Comments are closed.