Also read in

ছয় লাখ টাকা মুক্তিপণ পেয়েও হাইলাকান্দি থেকে অপহৃত জুবাইরকে খুন কাটিগড়ায়, গ্রেফতার দুই

হাইলাকান্দির বোয়ালিপার বাজার থেকে গত বারো জানুয়ারি অপহৃত জুবাইর আহমেদ মজুমদারের লাশ তেইশ জানুয়ারি বুধবার কাটিগড়ার গোবিন্দপুর এলাকার মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।। জানা গেছে, পুলিশ বাইশ জানুয়ারি তারিনীপুরের সাহাজাহান আহমেদ সহ অন্যদের গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে জুবাইরের সন্ধান পায়। আরও জানা গেছে, জুবাইরের মুক্তিপন হিসেবে ছয় লক্ষ টাকা নেয় অপহরনকারী দল।

উল্লেখ্য, গত বার জানুয়ারি সন্ধ্যা সোয়া পাঁচটা নাগাদ একটি সাদা ৮০০ অলটো থামিয়ে এলাকার পাত্তা আলা হুজুরের ছেলে বলে পরিচিত জুবাইর আহমেদ মজুমদারকে জোর করে তুলে নিয়ে যায় আপহরকারীরা।। মূক বধির জুবাইর স্পষ্ট ভাবে কথা বলতে না পারায় তেমন হাল্লা চিৎকারও করতে পারে নি। যদিও স্থানীয় জনতা দৌঁড়ে আসার আগেই তাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।। এদিকে অপহরনের পর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে যথারীতি পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ প্রদান করা হয়। কিন্ত অপহরণকারীরা জুবাইরকে মুক্তির পরিবর্তে খুন করে। মৃতদেহ গোবিন্দপুরের মাঠে চাপা দেয়।

এদিকে পুলিশ তদন্তে নেমে জুবাইরের নিকটাত্মীয় বেশ ক’জনকে জেরা করে। এরপর সাহাজাহান আহমেদকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে জুবাইরের লাশের সন্ধান পায় বলে জানা গেছে। হাইলাকান্দি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। কাছাড় পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

Comments are closed.