Also read in

বাকস আয়োজিত যুক্ত মিডিয়া ক্রিকেট: গঠিত হলো দল

 

বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়োজিত “যুক্ত মিডিয়া ক্রিকেট ফেস্ট” শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। বাকস আয়োজিত সপ্তম ‘মিডিয়া ক্রিকেট ফেস্ট’ এ অংশগ্রহণ করছেন বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত প্রচার মাধ্যম কর্মীরা।

টুর্নামেন্টের তারিখ ঘোষণা না হলেও বৃহস্পতিবার সম্পন্ন হল যুক্ত মিডিয়া ক্রিকেটের আনুষ্ঠানিক ড্র পর্ব। আগে হাউস ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও ২০১৮ সাল থেকে টুর্ণামেন্টে লটারির মাধ্যমে দল গঠনের প্রক্রিয়াটি নতুন ভাবে সংযোজন করা হয়।

টুর্ণামেন্টে শিলচরের চারটি দল রয়েছে।হাইলাকান্দি ও করিমগঞ্জের দুটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে শিলচরের সেহরিন নিউজ ফাইটার্স, ইলোরা মিডিয়া প্যান্থার্স, ত্রিনয়নী নিউজ রকার্স ও অভিষেক খবর হিরোজ। রয়েছে হাইলাকান্দির প্রেসক্লাব চ্যালেঞ্জার্স দল এবং করিমগঞ্জের মিডিয়া স্ট্রাইকার্স দল।

প্লেয়ারস ড্র অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি স্পনসর নিজের দল গঠন করে নেয়। সেহরিন নিউজ ফাইটার্সৈর অধিনায়ক হচ্ছেন অনিরুদ্ধ লস্কর। সায়ন বিশ্বাস ও অভিজিৎ দেবকে অধিনায়ক হিসেবে বেছে নেয় যথাক্রমে ইলোরা মিডিয়া প্যান্থার্স ও ত্রিনয়নী নিউজ রকার্স। অন্যদিকে অভিষেক খবর হিরোজের অধিনায়ক হন সত্যজিৎ শুক্ল বৈদ্য।

বৃহস্পতিবার স্পনসর্স, খেলোয়াড় ও বাকস’র সদস্যদের উপস্থিতিতে ইলোরা হোটেলে অনুষ্ঠিত প্লেয়ারস ড্র অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বাকসের সভাপতি অনির্বাণ জ্যোতি গুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্ত’র পক্ষ থেকে জয়দীপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য, প্রণবানন্দ দাস ও উত্তম কুমার সাহা। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকসের কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দির কর্মকর্তারা।

জানা গেছে, ইতিমধ্যেই কিছু দল তাদের নেট সেশন শুরু করেছে। সব দলের কর্মকর্তারা নিজেদের স্ট্রাটেজি তৈরি করতে ব্যস্ত। যুক্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট উৎসবের মেজাজে জয়জমাট হয়ে উঠবে বলে সবাই আশা প্রকাশ করছেন। টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়।

Comments are closed.

error: Content is protected !!