Also read in

করিমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাইক আরোহী

আজ দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ জেলার ফকিরা বাজারের কাছে দুই যুবকের মৃত্যু হয়। বাইকের সাথে ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে প্রকাশ, দুই যুবক বাইকে করে ফকিরা বাজার থেকে সুতারকান্দি যাওয়ার পথে সজোরে এক ট্রাকের পেছনে ধাক্কা মারে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুপুর বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুই বাইক আরোহীর হল ঐ এলাকারই রাজদীপ দাস (১৯ বৎসর) এবং বিকাশ দত্ত (২০ বৎসর) । AS 10 B 1122 নম্বরের হিরো বাইকে করে ওরা সুতারকান্দি যাওয়ার পথে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা এক ডাম্পারের পিছনে প্রচন্ড জোরে ধাক্কা মারে।

যুবক দুইজনের বাড়ি সুতারকান্দির পার্শ্ববর্তী জারাপাতা গ্রামে। রাজদীপ দাসের বাবার নাম সত্যেন্দ্রনাথ দাস এবং বিকাশ দত্তের বাবার নাম গনেশ দত্ত, দুজনই স্থানীয় এক কলেজে স্নাতক শ্রেণির ছাত্র ।

দুই তরতাজা যুবকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমস্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.