নিয়তির নিষ্ঠুর পরিহাস : নাচতে নাচতে প্রাণ হারালো দুধপাতিলের অভিষেক
এক দুর্ভাগ্যজনক ঘটনায় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে করতে প্রাণ হারালো অভিষেক নাথ। ঘটনাটি ঘটেছে রবিবার শিলচরের দুধ পতিল এলাকায়।
জমজমাট নৃত্য চলছিল তখন, সবাই নৃত্য উপভোগ করতে ব্যস্ত। নাচতে নাচতে হঠাৎ অভিষেক পড়ে গেল মঞ্চের উপরেই। সবাই ভেবেছিল এটা বুঝি নাচেরই একটা অংশ, সহশিল্পীরা এসে নাচ করতে শুরু করলেন মঞ্চে। এরই মাঝে আবার একবার উঠে বসার চেষ্টা করে ধপ করে পড়ে গেল অভিষেক। কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝে গেল অঘটন ঘটে গেছে।
নাচতে নাচতে হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল ১৫ বছরের কিশোর অভিষেকের, প্রাথমিকভাবে কিন্তু কেউই ধরতে পারেনি ঘটনাটা।
বন্ধ হয়ে গেল অনুষ্ঠান, তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু যা ঘটার তাতো মঞ্চেই ঘটে গেছে, অভিষেক আর ফিরে আসবেনা। ডাক্তাররা জানিয়ে দিলেন অভিষেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় সমস্ত শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বৎসরই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, প্রচেষ্টা নামক সংস্থার উদ্যোগে। দুধপাতিল আদি শিববাড়িতে এই অনুষ্ঠান হয়ে থাকে।
এই বৎসর মাধ্যমিক দেওয়ার কথা ছিল অভিষেকের। ইটখলাঘাটের একটি স্কুলে পড়াশোনা করত সে। সোমবার এডমিট কার্ড আনার কথা ছিল স্কুল থেকে।
Comments are closed.