Also read in

ছাত্রীদের সাথে অশালীন আচরণ ! হাইলাকান্দিতে গ্রেফতার প্রধান শিক্ষক

 

নাবালিকা কিশোরী ছাত্রীদের সাথে অশালীন আচরণ তথা যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রধান শিক্ষক। ধৃত শিক্ষক হচ্ছেন আলগাপুর পল্লীমঙ্গল এম ই স্কুলের প্রধান শিক্ষক মুছলিম উদ্দিন।

হাইলাকান্দি পুলিশ পকসো আইনের অধীনে মুছলিম উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।৷ জানা গেছে, ওই শিক্ষক ছাত্রীদের পাঠদানের পরিবর্তে প্রায়ই একাংশ নাবালিকা কিশোরী ছাত্রীদের সাথে অশালীন আচরণ করতেন। অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং মঙ্গলবার প্রধান শিক্ষক মুছলিম উদ্দিন মজুমদারকে গ্রেফতার করে। এরপর বুধবার ধৃত প্রধান শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারপতি ধৃতকে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে যৌন নির্যাতন চালানোর অভিযোগ এনে কিছুদিন আগে প্রধান শিক্ষক মুছলিম উদ্দিনের বিরূদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিভাবকরা । পুলিশ এ ব্যাপারে এই বিদ্যালয়ের একাংশ ছাত্রীর সাক্ষ্যও গ্রহণ করে।

এদিকে পল্লীমঙ্গল এম ই স্কুলের জনৈকা ছাত্রীর অভিভাবক ক্ষোভ ব্যক্ত করে বলেন, ওই প্রধান শিক্ষক দীর্ঘ দিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিল । বিষয়টি হাইলাকান্দি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হলেও শিক্ষা বিভাগের আধিকারিকরা মুছলিম উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি । যার ফলে বাধ্য হয়ে অভিভাবকরা থানায় অভিযোগ জানান।। যদিও শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

এদিকে প্রবীন ওই শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীদের যৌন নির্যাতনের মামলার পেছনে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন।৷ এ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ওই শিক্ষক ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না তা নিয়েও চর্চা চলছে।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।।

Comments are closed.