নলবাড়িতে আক্রান্ত আসু কর্মী, প্রতিবাদে হাইলাকান্দিতে দশ সংগঠনের অনশন
নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা সদরে ১০ ঘন্টার অনশন ধর্মঘট পালন করলেন আসু সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। সারা অসম ছাত্র সংস্থার নেতৃত্বে হাইলাকান্দিতে এদিন দশটি ছাত্রযুব সংস্থার সদস্যরা অনশন ধর্মঘটে সামিল হন ।
বৃহস্পতিবার সকাল ন’টা থেকে প্রতিবাদকারিরা ধর্মঘটে বসেন। নাগরিকত্ব বিল প্রত্যাহার সহ নলবাড়িতে বিজেপি নেতা-কর্মীদের হাতে আসু কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ এনে দশ সংগঠনের সদস্যরা এদিন অনশন ধর্মঘট পালন করে প্রতিবাদ জানান ।হাইলাকান্দি শহরের এন এস রোডে রাস্তার পাশে সারা অসম ছাত্র সংস্থা(আসু)-র নেতৃত্বে এইসব ছাত্রযুব সংস্থার সদস্যরা দশ ঘন্টার অনশনের মাধ্যমে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, নলবাড়িতে আসু কর্মীদেরকে বিজেপির গুন্ডা মারধর করেছে বলে অভিযোগ করে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে এই মারপিটের সঙ্গে যুক্ত বিজেপি কর্মীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন প্রতিবাদকারিরা । পাশাপাশি অনশনকারিরা নাগরিকত্ব সংশোধনী বিল অতিসত্বর বাতিলের দাবিতে আওয়াজ তুলেন।
অনশন চলাকালে সারা অসম ছাত্র সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি আমজদ হুসেন লস্কর, উপদেষ্টা নাহারুজামান চৌধুরী, জেলা সহসভাপতি আমির হুসেন বড়ভুইয়া, অসম যুব পরিষদের সিরাজুল বড়ভুইয়া,আসুর প্রাক্তন জেলা সভাপতি বদরুল আলম লস্কর, জনশক্তি সেবা সমিতির জাহান উদ্দিন বড়ভুইয়া, কমন পিপুলস ফোরামের আব্দুল মানিক মজুমদার, বি ডি এস এফ-র আব্দুল আহাদ লস্কর, বি এস ওয়াই এফ-র আলি হুসেন মিরা, এ জি ওয়াই সি পি-র জেলা সহসভাপতি ফকরুল ইসলাম বড়ভুইয়া প্রমুখ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা এবং আসু কর্মীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তারা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন।।
Comments are closed.