সুপ্রভাত, আজ সোমবার, ২০শে মাঘ,১৪২৫ বঙ্গাব্দ ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে তার বাড়িতে হানা দেয় সিবিআই, উল্টো সিবিআইকে আটক করে পুলিশ । এই চাঞ্চল্যকর খবরকে মুখ্য শিরোনাম করেছে দৈনিক প্রান্তজ্যোতি এবং যুগশঙ্খ।
বড় বড় হরফে প্রান্তজ্যোতির লিভ নিউজ,
- দিদির দাদাগিরি, সিবিআইকে টেনে হেঁচড়ে হেনস্তা
- সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই
- হয়রানি, ধর্ণায় মমতা
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
মোদির ‘সিবিআই’ বনাম দিদির পুলিশ! ধুন্ধুমার কলকাতায় :: নগর পালের বাড়িতে হানা ঘিরে কেন্দ্র-বাংলা সংঘাত তুঙ্গে ।। ধর্নায় মমতা, পাশে বিরোধীরা
তবে, সাময়িক প্রসঙ্গ নাগরিকত্ব বিল নিয়ে আট কলাম জোড়া সুপার অ্যাঙ্করে জানাচ্ছে,
ট্রাইব্যুনালের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন মন্দারদের- নাগরিকত্ব বিল বাতিলের দাবি, গুঁড়িয়ে দেওয়া হোক ডিটেনশন ক্যাম্প
সাথে আছে,
একসময় যারা ভারতে ছিলেন তাদের পাশে দাঁড়াব: মোদি
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,
‘ডি ভোটারদের শিবিরে ঠেলার বিধান নেই’ নামের ভুল থাকলেই ‘ডি’ বানানো হচ্ছে: মান্দার
নাগরিকত্ব বিল নিয়েই সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,
বিল মানি না, পুর্বোত্তরে বিজেপির শরিক ১১টি দল বলল রাজনাথকে
এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,
নাগরিকত্ব বিল দেশের জন্য অত্যন্ত জরুরি, ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র: অমিত।। উত্তর-পূর্বের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজনাথ: কনরাড
প্রথম পাতায় যুগশঙ্খ এর আরও কয়েকটি খবর,
- কাছাড় জেলা পরিষদে সভাপতি- উপ সভানেত্রী বাছাই ১১ই, বিজেপির আভ্যন্তরীন রাজনীতি সরগরম
- ৯ই অসমে নমো, যাচ্ছেন না শংকর সংঘের অধিবেশনে
- লক্ষ্য ১০ কোটি লোক! মানুষের শলা নিয়েই নির্বাচনী ইস্তাহার বিজেপির
- কৃষি ঋণ মুকুবের ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস, কটাক্ষ মোদীর :: কাশ্মীরি পণ্ডিতদের কালো অধ্যায়
মনিপুরী ইয়ুথ ফ্রন্ট অফ আসাম নামের এক সংগঠন নাগরিকত্ব বিলের প্রতিবাদে রবিবার চেংকুড়ি বোয়ালজুর এলাকা থেকে এক বাইক র্যালী করে রামনগর– তারাপুর হয়ে রংপুর মধুরা সেতু পর্যন্ত যায়; র্যালিতে ভারত বিরোধী স্লোগানের এক চাঞ্চল্যকর খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ জানাচ্ছে,
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ- শিলচরে মাইফার বাইক র্যালিতে চিনকে স্বাগত জানিয়ে ভারত-বিরোধী স্লোগান
বিহারের হাজিপুরের কাছে রেল দুর্ঘটনার খবর আজ সবগুলো পত্রিকায় ছবিসহ প্রকাশিত হয়েছে। সাময়িক লিখেছে,
বিহারে লাইনচ্যুত সীমাঞ্চল এক্সপ্রেস, মৃত ৮, আহত শতাধিক
কলকাতায় বামপন্থী দলের সমাবেশ নিয়ে দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
- ব্রিগেডে বাম জনতার ঢল- আবেগের টানে অসুস্থ শরীরেই হাজির বুদ্ধদেব, উঠলেন না মঞ্চে
- হিন্দুর ‘হ’ মুসলমানের ‘ম’ দিয়েই ‘হম’: ইয়েচুরি
প্রান্তজ্যোতি অন্য একটি খবর,
পুরীর সমাবেশে রাম মন্দির নিয়ে বিশেষ ঘোষণা অমিতের
সাময়িকের অ্যাংকর প্রতিবেদন,
জল রয়েছে কাছেপিঠের গ্রহাণুতে, দাবি বিজ্ঞানীদের
শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্ম উৎসব নিয়ে প্রান্তজ্যোতির শিরোনাম,
ঠাকুরের বাণী সমাজে ছড়িয়ে দিন, এতে মানুষের মধ্যে দূরত্ব কমবে: সুপ্রীত ভট্টাচার্য
দ্বিতীয় পৃষ্ঠায় সাময়িকের খবর,
বরাক বুলেটিনের বর্ষপূর্তি- চ্যাম্পিয়ন হতে গেলে চাই মনের তাগিদ: উপাচার্য
আজ সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,
ভোটের পাটিগণিত
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
মহাসড়ক পূর্ণায়নে চার মুখ্যমন্ত্রী ময়দানে
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
- বিপাকে বিসিসিআই
- সতর্কতা উড়িয়ে বাড়ছে ইন্টারনেট
ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ নিয়ে সাময়িক প্রসঙ্গের খবর,
কিউইদের বিরুদ্ধে ৪-১, সিরিজ জয় টিম ইন্ডিয়ার
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
আজ বাকসের মিডিয়া ক্রিকেট উদ্বোধন, আসর ঘিরে সংবাদকর্মীদের উৎসাহ তুঙ্গে
আরেকটি খবর,
বরাক প্রিমিয়ার লিগে থাকছে দেদার অর্থ
যুগশঙ্খ জানাচ্ছে,
বিপিএল করছে ভেটেরন ক্রিকেটার্স, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.