Also read in

বাকস্ আয়োজিত 'যুক্ত' মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো শেহরিন প্রেস ফাইটার্স

এবছরের মিডিয়া ক্রিকেট ট্রফি জিতে নিল শেহরিন। ফাইনালে টসে জিতে ফিল্ডিং নেয় ত্রিনয়নী নিউজ রকার্স, শেহরিন প্রেস ফাইটার্সের হয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক অনিরুদ্ধ লস্কর এবং শ্যাম সিনহা। ওপেনিং জুটি করে নেয় ১০২ রান, অনিরুদ্ধ করেন সর্বোচ্চ ৯০ রান। নির্ধারিত ওভার শেষে রান উঠে ৬ উইকেটে ১৭০ রান । এই ছয়টি উইকেটের মধ্যে ত্রিনয়নীর মলিন শর্মা এবং গণেশ নন্দি দুটো করে উইকেট পান।

জবাবে, ব্যাটিংয়ে নেমে ১২৭ রানে শেষ হয়ে যায় ত্রিনয়নীর ইনিংস। ওপেনিং করেন দলের অধিনায়ক অভিজিৎ দেব ও প্রীতম দাস। দলের গোড়াপত্তন করতে এসে দ্বিতীয় বলেই আউট হয়ে যান অভিজিৎ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে ঋষভ পুরকায়স্থের ব্যাট থেকে আসে। প্রীতম দাস ১৮ এবং রবি হাজাম ১৪ রান করেন। শেহরিনের পিন্টু শুক্লবৈদ‍্য এবং বিমান সিনহা দুটো করে উইকেট পান।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান অনিরুদ্ধ লস্কর। সেরা বোলার অশোক রাজকুমার এবং সেরা উইকেটকিপার হন প্রীতম দাস । বিমান সিনহা পান সেরা ফিল্ডারের পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও মধুমিতা চৌধুরী।

Comments are closed.