Also read in

কাল ১২ ঘন্টার ডিমা হাসাও বনধ ডাকল হিল ট্রাইবস্ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

নাগরিকত্ব সংশোধনী বিল এবং বড়ো জনগোষ্ঠীকে ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলায় পার্বত্য উপজাতি স্বীকৃতি প্রদানের বিরোধিতা করে আগামীকাল সোমবার ১২ ঘন্টার ডিমা হাসাও বনধের ডাক দিল ডিমা হাসাওয়ের বিভিন্ন ছাত্র সংস্থারগুলোর সম্মিলিত মঞ্চ হিল ট্রাইব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন, মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই সম্মিলিত মঞ্চে সামিল আছে। হিলস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মূল দাবি হচ্ছে, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করা এবং বিএলটির সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তি পত্রে ৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে বড়ো জনগোষ্ঠীকে ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলায় পার্বত্য উপজাতি স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা, যা সরকারের বিবেচনায় আছে, তা বাতিল করতে হবে। এছাড়া উপজাতি সংশোধনী বাতিলের দাবিতে সোমবার ১২ ঘণ্টার বনধ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে।

তবে, রেল চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে কোনো স্পষ্টিকরণ দেওয়া হয়নি। পূর্ববর্তী একটা বনধে রেল চলাচলে ছাড় দেওয়ায় বরাক উপত্যকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Comments are closed.