Also read in

ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে মেডিক্যাল কলেজ হোস্টেল থেকে বহিস্কৃত পাঁচ পিজি স্টুডেন্ট

শিলচর মেডিক্যাল কলেজের হোস্টেলে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে পাঁচজন পিজি স্টুডেন্টকে হোস্টেল থেকে বহিষ্কার করলেন অধ্যক্ষ বাবুল বেজবরুয়া। তিনি বুধবার তাদের মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে বহিষ্কার করে কড়া বার্তা দেন যে আগামীতে এধরনের কিছু করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার ব্যাপারে বেজবরুয়া জানান, মঙ্গলবার গভীর রাতে ওই ছাত্ররা অন্যান্য ছাত্রদের সঙ্গে মারপিট করছিল। প্রায় রাত তিনটায় ঘটনাটি ঘটে, খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং ঘটনা সামাল দেই। বুধবার বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের আপাতত হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। পরবর্তীতে তারা যদি আবারও এধরনের কিছু করে, তাহলে তাদের এই মেডিক্যাল কলেজ থেকেই হয়তো বের করে দিতে বাধ্য হব আমরা।

তবে মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বহিস্কৃত ছাত্রদের নাম আপাতত জানাতে রাজি হননি অধ্যক্ষ। তিনি বলেন, আমরা আপাতত কিছুটা কড়া পদক্ষেপ নিয়েছি, তবে এখনই তাদের নাম আমরা জানাতে চাইছিনা। ভবিষ্যতে যদি আবারও কোন কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেসব অবশ্যই জানানো হবে। এই ঘটনার ব্যাপারে পুলিশের কাছে কোন এজাহার দেওয়া হয়নি। এর কারণ হিসেবে এটি একটি আভ্যন্তরীণ ঘটনা বলে জানান অধ্যক্ষ বেজবরুয়া।

উল্লেখ্য, শিলচর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ আসার পর বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যালের অভ্যন্তরের স্বচ্ছতা এবং অন্যান্য পরিষেবাও উন্নত হয়েছে বলে মনে করেন এখানে আসা রোগীরা।

Comments are closed.