Also read in

প্রয়াত অধ্যাপক সুবীর করের প্রতি শ্রদ্ধা নিবেদন করল আকসা

আজ রোববার এক শোক সভার আয়োজন করে প্রখ্যাত ভাষাবিদ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান সুবীর করের প্রতি শ্রদ্ধা জানালো আকসা। অধ্যাপক কর গত ৬ই ফেব্রুয়ারি রাত ১০টা ১৫মিনিটে ৭৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস এসোসিয়েশন(আকসা) আয়োজিত আজকের এই সভায় বিভিন্ন বিশিষ্ট বক্তারা সুবীর করের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।

আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ বলেন, অধ্যাপক কর বরাক উপত্যকার বিকাশের জন্য প্রচুর অবদান রেখে গেছেন এবং তার মৃত্যুতে একটা বিরাট বড় শূন্যতার সৃষ্টি হলো যা কোনদিনই পূরণ হবার নয়।

“অধ্যাপক কর বরাকের জনগণের উন্নয়নে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন”, বলেন পুরকায়স্থ।

আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য স্মৃতি মন্থন করে কিছু সোনালী দিনের কথা উল্লেখ করেন। ডঃ ভট্টাচার্য অধ্যাপক করের শিক্ষা এবং সংস্কৃতিতে অবদান নিয়ে আলোকপাত করেন।

গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, অধ্যাপক করের বিভিন্ন অপ্রকাশিত লেখা গুলো প্রকাশের ব্যাপারে আকসা অগ্রণী ভূমিকা পালন করলে তার প্রতি যথোচিত শ্রদ্ধা নিবেদন হবে।

“সুবীর করের অনেক লেখা অপ্রকাশিত রয়ে গেছে, সেগুলো পাঠকদের কাছে পৌঁছে দিলে এই মহান ব্যক্তিত্বের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে”, বলেন তিনি।

আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মনোরঞ্জন সূত্রধর, আকসা সদস্য সুকমল দাস, জয়শ্রী নাথ এবং প্রয়াত করের পরিবারের সদস্য সুব্রত কর, সীতানাথ কর প্রমূখ এই শোক সভায় উপস্থিত ছিলেন।

Comments are closed.