Also read in

আগামীকাল কাছাড়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকছে

সর্বাত্মক ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকছে আগামীকাল। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের ভয়ঙ্কর হামলার প্রতিবাদে এবং এই ঘটনায় নিহত শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সর্বাত্মক ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কাছাড় জেলার প্রধান সাতটি ব্যবসায়ী সংগঠন।

গতকাল এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুড গ্রেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত জানিয়েছেন, সোমবার শিলচর সহ সমস্ত জেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে যানবাহন চলাচলের সঙ্গে এই বন্ধের কোনও সম্পর্ক থাকবে না। ওষুধের দোকানগুলোকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। সাতটি সংগঠনের মধ্যে রয়েছে, শিলচর ফুড গ্রেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কাছাড় জেলা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, শিলচর বিজনেস এসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি, ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, স্টেশনারি অ্যান্ড রিটেইলার অ্যাসোসিয়েশন।

সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল ১১ টায় এক মৌন মিছিলে যোগ দেবেন ব্যবসায়ী সংস্থাগুলির প্রতিনিধিরা। মিছিল বের হবে ফাঠকবাজার কালীবাড়ি এলাকা থেকে, পরে জেলা শাসকের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেওয়া হবে।

এখানে উল্লেখ্য, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CIAT) ইতিমধ্যে আগামীকাল সমগ্র ভারতবর্ষে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই বাণিজ্যিক বন্ধে আসামের বিভিন্ন সংস্থাও যোগদান করছে।

Comments are closed.