Also read in

আসছেন সতীনাথ মুখোপাধ্যায়, ছন্দ নিকেতনের শ্রুতি-কাব্য সন্ধ্যা রবিবার

ঐতিহ্যবাহী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ছন্দ নিকেতনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধে ছ’টায় আয়োজিত শ্রুতি-কাব্য সন্ধ্যায় আসছেন কলকাতার কিংবদন্তি বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ খবর জানিয়েদেন ছন্দ নিকেতনের অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায়।

ছন্দ নিকেতনের অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায় এ দিন বলেন, মুখ্য অতিথি সতীনাথ মুখোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত দল হিসেবে অংশ নিচ্ছেন কলকাতার ‘ছুটির হাট ‘ সংস্থার বাচিক শিল্পীরা। শিল্পীদের মধ্যে রয়েছেন অরিন্দম মুখোপাধ্যায়, অপরাজিতা পাল, দেবস্মিতা বন্দোপাধ্যায় ও অমিতা ঘোষরায়। এ ছাড়া থাকবে ছন্দ নিকেতনের নিজস্ব অনুষ্ঠানও।

দেবাঞ্জন আরও জানান, এই শ্রুতি-কাব্য সন্ধ্যার সহযোগিতায় থাকছে শহরের নামী সংগঠন হৃদয় এনজিও। হৃদয়ের পক্ষে রাতুল ভট্টাচার্য বলেছেন, অনুষ্ঠানে তাঁরা ১৫ জন দুঃস্থ মেধাবী পড়ুয়াকে বইখাতা, কাগজ ও কলম দেবেন। সঙ্গে একজন দিব্যাঙ্গ ব্যক্তিকে দেওয়া হবে হুইলচেয়ার। অনুষ্ঠান হবে শিলচর বঙ্গভবনে। কারোর কোনও প্রবেশমূল্য লাগবেনা। সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন শিবম দাস, ভাস্কর দাস, বিজু পাল, প্রদীপ পাল প্রমুখ।

Comments are closed.

error: Content is protected !!