
দিনদুপুরে হাইলাকান্দিতে ফিল্মি কায়দায় দুই শিক্ষকের তিন লক্ষাধিক টাকা ছিনতাই , চাঞ্চল্য
রীতিমতো ফিল্মি কায়দায় হাইলাকান্দি জেলা সদরে বুধবার দু’টি ছিনতাইর ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন পৃথক পৃথক দুটি ঘটনায় দুই শিক্ষকের লুট হয় নগদ তিন লক্ষাধিক টাকা । মঙ্গলবার শিলচরে বাড়ির প্রবেশদ্বার থেকে প্রাক্তন পুলিশ কর্মী জ্যোস্নাময় দাসের দুই লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই স্টাইলে বুধবার হাইলাকান্দিতে দুই শিক্ষকের টাকা ছিনতাই করা হয়। হাইলাকান্দি সদর পুলিশ তদন্তে নামলেও এখন পর্যন্ত ছিনতাইকারীদের কোন ক্ল্যু বের করতে পারে নি।
জানা গেছে, এদিন বেলা এগারোটা নাগাদ সদর থানা লাগোয়া এসএস রোডে প্রথম ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সঈদবন্দ প্রথম খন্ডের বাসিন্দা শিক্ষক নূর উদ্দিন চৌধুরী (৫৬) এদিন স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার হাইলাকান্দি শাখা থেকে এক লক্ষ আট হাজার টাকা ড্র করেন।৷ এরপর টাকা ব্যাগে পুরে সম্পর্কিত ভাই মেহবুব আলম চৌধুরীকে সঙ্গে নিয়ে একটি ই-রিক্সায় চেপে কালিবাড়ী রোড হয়ে হার্বাটগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। । কিন্তু কিছু রাস্তা যাওয়ার পর শহরের এস এস রোডের একটি ওষুধের দোকানের সামনে যাওয়ার পরই অতর্কিতভাবে কালো একটি পালসার বাইক নিয়ে দুই ব্যক্তির আবির্ভাব হয় এবং এর মধ্যে বাইক আরোহি ঝাপটা দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন নূর উদ্দিন। তিনি চিৎকার করে লোকজন ডাকার আগেই ছিনতাইবাজরা পালিয়ে যায়। অসহায় নুর উদ্দিন ছুটে যান হাইলাকান্দি সদর থানায়। ঘটনার বিবরণ জানিয়ে এজাহার দাখিল করেন।
এদিকে, ওই একই কায়দায় এদিন দুপুর বারোটা নাগাদ শহরের ব্যস্ততম এলাকা পুরাতন হাসপাতাল চৌরঙ্গীর সামনেও এক ব্যক্তির হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতিরা । জানা গেছে, রতনপুর বন্দুকমারা গ্রামের বাসিন্দা শিক্ষক মুজামিল আলী লস্কর এসবিআই’য়ের হাইলাকান্দি শাখা থেকে দুই লক্ষ টাকা তুলেন । টাকা উঠিয়ে নিজের বাইকে চড়ে যথারীতি ব্যাঙ্ক থেকে বাড়ির উদ্দেশ্যে তিনি রওয়ানা দেন । ওই সময় তার সঙ্গে ছিলেন জালাল উদ্দিন নামের এক ঘনিষ্ঠ ব্যক্তি । তবে যাওয়ার পথে তিনি হাসপাতাল চৌরঙ্গীর সামনে বাইক থামিয়ে রাস্তার পাশের একটি দোকানে যখন শসা খাচ্ছিলেন ঠিক ওই সময় শহরের কালিবাড়ি রোড হয়ে আসা একটি কালো পালসার বাইকে দুই ব্যক্তির মধ্যে একজন জোর করে টাকা ভর্তি হাত ব্যাগ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় । মুজম্মিল আলীও থানায় এজাহার জমা দিয়েছেন। এদিকে অল্প সময়ের ব্যবধানে একই কায়দায় শহরের বুকে টাকা ছিনতাইয়ের দু’টি ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠে হাইলাকান্দি পুলিশ । ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টাউন ইনচার্জ টিংকু গোস্বামী তার দলবল নিয়ে তদন্তে মাঠে নেমে পড়েন । তারা দুইটি ছিনতাইয়ের ঘটনার হদিস বের করতে অনেক দৌড়ঝাপ করেন । স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া হাইলাকান্দি শাখা কার্যালয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ ও ভালোভাবে পরখ করেন ছিনতাইবাজদের সন্ধানে । তবে যাবতীয় চেষ্টার পর ও কিন্তু এদিন ঘটনায় জড়িত দুস্কৃতিদের কোন হদিস বের করতে পারেনি পুলিশ ।
Comments are closed.